
অনিয়ম-দুর্নীতির অভিযোগ
মিরপুর চিড়িয়াখানায় টিকিট বিক্রির নথি সংগ্রহ করল দুদক
প্রকাশ: ২৫ জানুয়ারি ২৩ । ২১:৫৪ | আপডেট: ২৫ জানুয়ারি ২৩ । ২১:৫৪
সমকাল প্রতিবেদক

রাজধানীর মিরপুরে জাতীয় চিড়িয়াখানা কর্তৃপক্ষের কাছ থেকে বিগত বছরগুলোর টিকিট বিক্রি সংক্রান্ত টেন্ডারের বিজ্ঞপ্তি, মূল্যায়নপত্রসহ অন্যান্য রেকর্ডপত্র সংগ্রহ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
আজ বুধবার কমিশনের প্রধান কার্যালয় থেকে এনফোর্সমেন্ট টিম চিড়িয়াখানায় অভিযান চালিয়ে এসব সংগ্রহ করে।
চিড়িয়াখানা কর্তৃপক্ষের বিরুদ্ধে একই টিকিট দু'জনের কাছে বিক্রির অভিযোগ পাওয়ার পরই আজ অভিযান চালানো হয়। তবে এদিন এক টিকিট দু'বার বিক্রি করার প্রমাণ পাননি দুদক কর্মকর্তারা।
অভিযোগটি আরও খতিয়ে দেখতে টিকিট বিক্রি সংক্রান্ত ওইসব নথিপত্র সংগ্রহ করা হয়। নথিপত্রে অনিয়ম, দুর্নীতির প্রমাণ পাওয়া গেলে সেগুলো অনুসন্ধান করা হবে।
এছাড়া আজ কুমিল্লার চান্দিনা পৌরসভার মেয়রের বিরুদ্ধে ভুয়া বিল-ভাউচার তৈরি করে পৌরসভার অর্থ আত্মসাৎ, একই সড়ক বারবার সংস্কার দেখিয়ে অর্থলুট, পটুয়াখালীর বাউফল উপজেলার শৌলা বেইলি ব্রিজ থেকে উত্তর শৌলা সরকারি প্রাথমিক বিদ্যালয় পর্যন্ত রাস্তা এবং ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে রাস্তা নির্মাণে নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগে পিরোজপুরসহ অন্যান্য জেলায় অভিযান চালানো হয়।
© সমকাল ২০০৫ - ২০২৩
সম্পাদক : মোজাম্মেল হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ
টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com