ঢাকায় আয়োজিত হলো মিট দ্য লিভিং লিজেন্ড ভাস্কর ভট্টাচার্য

প্রকাশ: ২৬ জানুয়ারি ২৩ । ০১:১৪ | আপডেট: ২৬ জানুয়ারি ২৩ । ০১:১৪

অনলাইন ডেস্ক

আমন্ত্রিত অতিথির সঙ্গে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা। ছবি-সংগৃহীত

প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অফিস অব দ্য স্টুডেন্টস অ্যাফেয়ার্স অ্যান্ড ক্যারিয়ার সার্ভিসেস ও জব সিকার্স ক্লাবের যৌথ উদ্যোগে ‌‘মিট দ্য লিভিং লিজেন্ড ভাস্কর ভট্টাচার্য’ শীর্ষক সেমিনার আয়োজিত হয়েছে। মঙ্গলবার বিকেল ৩টায় ইউনিভার্সিটির অডিটোরিয়ামে এই সেমিনারের আয়োজন করা হয়।

সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রেসিডেন্সি ইউনিভার্সিটির উপাচার্য (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. মোহাম্মদ মুনিরুজ্জামান।

সেমিনারে মূল বক্তা হিসেবে ইউনেস্কো পুরস্কার বিজয়ী এবং বাংলাদেশ সরকারের আইসিটি বিভাগের প্রোগ্রামে অ্যাক্সেসিবিলিটির জাতীয় পরামর্শক ভাস্কর ভট্টাচার্য তার অভিজ্ঞতা, অন্তর্দৃষ্টি, এবং কর্মজীবন জুড়ে শেখা পাঠ শেয়ার করেন এবং প্রশ্নোত্তর সেশনের মাধ্যমে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা আরো জ্ঞান এবং অনুপ্রেরণা অর্জন করে।

কীভাবে জীবনের সমস্ত প্রতিবন্ধকতা পেছনে ঠেলে ক্যারিয়ারকে পরবর্তী স্তরে নিয়ে যেতে হবে সে সম্পর্কে ব্যবহারিক পরামর্শ দেন ভাস্কর ভট্টাচার্য।

তিনি প্রতিবন্ধী ব্যক্তিদের ডিজিটাল ক্ষমতায়নের জন্য ইউনেস্কো/আমির জাবের আল আহমদ আল জাবের আল সাবাহ পুরস্কারে ভূষিত হয়েছেন।

উল্লেখ্য, অফিস অব দ্যা স্টুডেন্টস অ্যাফেয়ার্স অ্যান্ড ক্যারিয়ার সার্ভিসেসের হেড মোহাম্মদ মঞ্জুরুল হক খানের স্বাগত বক্তব্যের পর ভাস্কর ভট্টাচার্য প্রশিক্ষণ দেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ইউনিভার্সিটি অ্যাডভাইজার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মো. আনিসুর রহমান, ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন প্রফেসর ড. আবুল লাইস এমএস হক, রেজিস্ট্রার মো. রুহুল আমিন, অ্যাডমিশন অ্যান্ড প্রমোশন ডিপার্টমেন্টের হেড মো. আব্দুল গাফফার, বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষিকা, কর্মকর্তা ও শিক্ষার্থীরা। সংবাদ বিজ্ঞপ্তি।

© সমকাল ২০০৫ - ২০২৩

সম্পাদক : মোজাম্মেল হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ

টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com