
ভারতীয় রাষ্ট্রদূতকে বাংলাদেশ-ভারত মৈত্রীর সংবর্ধনা
প্রকাশ: ২৬ জানুয়ারি ২৩ । ০১:২৩ | আপডেট: ২৬ জানুয়ারি ২৩ । ০১:২৩
বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

ছবি-সমকাল
বাংলাদেশে নবনিযুক্ত ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মাকে সংবর্ধনা দিয়েছে বাংলাদেশ-ভারত মৈত্রী সমিতি। বুধবার সন্ধ্যায় ঢাকা ক্লাবের স্যামসন এইচ চৌধুরী সেন্টার এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বাংলাদেশ-ভারত মৈত্রী সমিতির সাধারণ সম্পাদক নারায়ণ সাহা মনির সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ, আরও বক্তব্য দেন দৈনিক কালবেলার সম্পাদক আবেদ খান, আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য মুজাফফর হোসেন পল্টু, এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি কাজী আকরাম উদ্দিন। বাংলাদেশ-ভারত মৈত্রী সমিতির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. রশিদুল আলমের অনুষ্ঠানে সভাপ্রধান ছিলেন।
সম্মানিত অতিথির বক্তব্যে প্রণয় ভার্মা বলেন, বাংলাদেশ ভারতের সম্পর্ক সমকালীন বিশ্বে দ্বিতীয়টি নেই। দুই দেশের মধ্যে পারস্পরিক সংস্কৃতি, মূল্যবোধ, শ্রদ্ধার সম্পর্ক রয়েছে।
তিনি আরও বলেন, দুই দেশের মধ্যে অর্থনৈতিক সম্পর্ক বেশ গভীর। ভারত বাংলাদেশের উন্নয়নের অন্যতম অংশীদার। ইতোমধ্যে বাংলাদেশ দ্রুত উন্নয়নশীল দেশ হিসেবে জায়গা করে নিয়েছে। দুই দেশের ইচ্ছায় দ্বিপাক্ষিক অর্থনৈতিক সম্পর্ক আরও বৃদ্ধি পাবে।
দুই দেশের মধ্যে বছরে ৬৬ লাখ মানুষের যাতায়াত ঘটে উল্লেখ করে তিনি বলেন, আমরা ভিসা জটিলতাকে আরও সহজ করতে কাজ করছি। করোনা পরবর্তী এই সময়ে দুই দেশে ভ্রমণ যাতায়াত আরও বাড়বে আশা করি।
বিশেষ অতিথির বক্তব্যে মাহবুবুল আলম হানিফ বলেন, ভারতের সঙ্গে আমাদের সম্পর্ক শুধু মুক্তিযুদ্ধ থেকে নয়। হাজার বছর ধরে আমাদের দুই দেশের সম্পর্ক। পর্তুগিজ, বৃটিশদের বিরুদ্ধে আমরা কাঁধ মিলিয়ে লড়াই করেছি। দুর্ভাগ্যজনকভাবে দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে দুই দেশকে আলাদা করে দেওয়া হয়। যাই হোক, ভারত আমাদের মুক্তিযুদ্ধে অসীম সহায়তা করেছিল। তবে এখনও অপশক্তি দুই দেশের মধ্যকার সম্পর্ক নষ্ট করতে চায়। আমরা সম্পর্ক আরও উন্নতির মাধ্যমে এই অপশক্তিকে প্রতিহত করব।
আবেদ খান বলেন, বাংলাদেশে এমন মানুষ নেই বঙ্গবন্ধুকে, ভারত বাংলাদেশের সম্পর্ককে স্মরণ করবে না। ষড়যন্ত্র হয়েছে হবে তবে বাংলাদেশে মুক্তিযুদ্ধের চেতনা, স্বাধীনতার শক্তি থেমে যাবে না।
© সমকাল ২০০৫ - ২০২৩
সম্পাদক : মোজাম্মেল হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ
টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com