
বলিউড বাদশার নতুন পথ
প্রকাশ: ২৬ জানুয়ারি ২৩ । ০০:০০ | আপডেট: ২৬ জানুয়ারি ২৩ । ১০:৩৬ | প্রিন্ট সংস্করণ
মাজেদ হোসেন টুটুল

'পাঠান' ছবিতে শাহরুখ খান
'ব্যর্থতা আসলে নতুন করে শুরুর দারুণ সুযোগ, তবে নতুন শুরুতে একটু বুদ্ধি খাটাতে হবে'- এই উদ্দীপনামূলক বাক্যাংশ ধারণ করেই হয়তো নতুন বছরে নতুনভাবে শুরু করলেন বলিউড কিং শাহরুখ খান। গত কয়েক বছর একের পর এক সিনেমা দিয়ে দর্শকহৃদয় বা সমালোচক মহলে সাড়া জাগাতে না পেরে নিজেকে রুপালি পর্দা থেকে সাময়িক দূরে রাখেন তিনি। পাশাপাশি মাদককাণ্ডে ছেলে আরিয়ানের জড়িয়ে পড়া। নিজের দীর্ঘ অভিনয়জীবনে এ রকম প্রতিকূল সময়ের মুখোমুখি যে তাঁকে হতে হবে, তিনি হয়তো কল্পনাও করেননি।
তারপরও তিনি হলেন 'বাদশা'। চার বছর বিরতি দিয়ে ফিরলেন দুর্দান্তরূপে। গত বুধবার মুক্তি পেল শাহরুখের নতুন ছবি 'পাঠান'। এই সিনেমা দিয়ে শুধু শাহরুখ কেন, পুরো বলিউডই ঘুরে দাঁড়ানোর প্রত্যাশায়। এই প্রত্যাশায় শাহরুখের সঙ্গী হয়েছেন বলিউড কুইন দীপিকা পাড়ূকোন আর ড্যাশিং হিরো জন আব্রাহাম। ধুন্ধুমার অ্যাকশন 'পাঠান' পরিচালনা করেছেন সিদ্ধার্থ আনন্দ। প্রায় ২৫০ কোটি রুপি বাজেটের সিনেমাটি প্রযোজনা করেছেন যৌথভাবে আদিত্য চোপড়া ও আলেক্সান্ডার দোস্তাল। সিনেমাটি একই সঙ্গে তামিল ও তেলেগু ভাষায়ও মুক্তি পায়।
ট্রেলার আর টিজার দেখে সিনেমাপ্রেমীরা 'পাঠান'-কে মিলিয়েছেন জেমস বন্ড আর মিশন ইম্পসিবলের কাতারে। এতে দেখা যায়, একটি ভয়ংকর সন্ত্রাসী গোষ্ঠী হামলা চালিয়ে ভারতকে ধ্বংস করতে চাচ্ছে। গোয়েন্দাসহ অন্যান্য কর্তৃপক্ষ হিমশিম খাচ্ছে আসন্ন এই হামলা প্রতিরোধ করতে, কিন্তু ধীরে ধীরে সময় চলে গেলেও কোনো কূলকিনারা পাচ্ছে না তারা। ফলে বিপর্যয়ের মুখে পড়ে দেশের ভবিষ্যৎ। পরিস্থিতি মোকাবিলায় নিয়ে আসতে হয় এ কাজে দেশের সেরা মানুষকেই। গুপ্তচরের ভূমিকায় থাকা নায়ক দক্ষতার সঙ্গেই শত্রুদের মোকাবিলা করেন। এর মধ্যেই ঘটে নানা ঘটনা। আড়াই মিনিটের ট্রেলার ভক্তদের মাঝে ব্যাপক আলোড়ন তুলেছে এবং তারা সিনেমাটি দেখার জন্য মুখিয়ে আছে।
সন্ত্রাসীদের হাত থেকে দেশ বাঁচানোর যুদ্ধে শাহরুখের সঙ্গী হন দীপিকা পাড়ূকোন, যাঁর প্রতিটি অ্যাকশন দৃশ্যই মুগ্ধ করবে দর্শককে। একই সঙ্গে কোমনীয়তা আর মাধুর্যভরা গানগুলোয় দেখা মিলবে কোটি তরুণের হৃদয়কাড়া দীপিকাকে। সিনেমায় দেখা মিলবে ভয়ংকর এক ঠান্ডা মাথার গডফাদার জন আব্রাহামকে। সিনেমার ট্রেলার-টিজারে জন আর শাহরুখের অ্যাকশন দৃশ্যগুলো বড় পর্দায় দেখার জন্য এরই মধ্যে সিনেমা হলগুলোতে টিকিট নিয়ে কাড়াকাড়ি পড়ে গেছে। কোনো কোনো জায়গায় আড়াই হাজার, তিন হাজার রুপিতেও মিলছে না টিকিট।
শাহরুখ খানের কামব্যাক এ ছবিতে ক্যামিও চরিত্রে রয়েছেন বলিউড ভাইজান সালমান খান। বলিউড সুপারস্টার শাহরুখ আর সুপারকুইন দীপিকার 'পাঠান' মুক্তির আগেই কয়েক সপ্তাহজুড়ে ভারতীয় গণমাধ্যমে শিরোনাম ছিল। মাদক রাখার একটি ভুয়া মামলায় ছেলে আরিয়ান খানের গ্রেপ্তারসহ ব্যক্তি ও পেশাগত জীবনের নানা সংকট পেরিয়ে পর্দায় ফিরলেন ৫৭ বছর বয়সী এই অভিনেতা। এই বিরতি শাহরুখ খানকে নিয়ে উৎসাহ আরও বাড়িয়েছে, যা তাঁর সিনেমার প্রতিও আগ্রহ তৈরি করেছে। গত ডিসেম্বরে যখন পাঠান সিনেমার প্রমোশনের গানগুলো রিলিজ শুরু হয় তখন থেকেই এটি নিয়ে শোরগোল চলছে সামাজিক মাধ্যমে। এমনকি কেউ কেউ সিনেমাটি বয়কটের দাবি তোলেন।
তর্ক এমন পর্যায়ে পৌঁছে, যেখানে স্বয়ং ভারতের প্রধানমন্ত্রী এ নিয়ে কথা বলতে বাধ্য হন। মাসখানেক আগে যখন ট্রেলার এলো তখন ভক্তরা রীতিমতো ঝাঁপিয়ে পড়ে। এরই মধ্যে ইউটিউবে ৫৫ মিলিয়নের বেশিবার এটি দেখা হয়েছে। এই সিনেমায় শাহরুখ খান নিজের রোমান্টিক ইমেজ ভেঙে নতুন করে এসেছেন। অ্যাকশন হিরো হওয়ার স্বপ্ন নিয়ে অভিনয়জগতে পা রাখা শাহরুখ হয়ে ওঠেন বলিউডের রোমান্টিক কিং। বেশ কিছু সিনেমায় সেই ইমেজ ভাঙার চেষ্টা যে করেননি তা নয়। তবুও নিজেকে সেই রোমান্টিকতা থেকে সরাতে পারেননি। এবার 'পাঠান' দিয়ে নিজের পিঠ থেকে রোমান্টিক শব্দটি সরিয়ে অ্যাকশন হিরোর লেবেল সাঁটাতে প্রস্তুত শাহরুখ।
এক নজরে 'পাঠান'
অভিনয়ে :শাহরুখ খান, দীপিকা পাড়ূকোন, জন আব্রাহাম, ডিম্পল কাপাডিয়া, আশুতোষ রানা, গৌতম রাধে, সালমান খান [অতিথি]
পরিচালক :সিদ্ধার্থ আনন্দ
প্রযোজক :আদিত্য চোপড়া
গল্প :সিদ্ধার্থ আনন্দ
চিত্রনাট্য :শ্রীধর রাঘবন
চিত্রগ্রহণ :সচিথ পলোস
সম্পাদনা :আরিফ শেখ
সংগীত :সঞ্চিত বলহারা, অঙ্কিতা বলহারা
ব্যাপ্তিকাল :১৪৬ মিনিট
বাজেট :২৫০ কোটি রুপি
© সমকাল ২০০৫ - ২০২৩
সম্পাদক : মোজাম্মেল হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ
টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com