
সতীর্থদের ওপর মেসির প্রভাব অকল্পনীয়: স্কালোনি
প্রকাশ: ২৬ জানুয়ারি ২৩ । ০০:০০ | আপডেট: ২৬ জানুয়ারি ২৩ । ১১:০৮ | প্রিন্ট সংস্করণ
স্পোর্টস ডেস্ক

ছবি: ফাইল
আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনির ভাগ্য ভালো, দলে ছাত্র হিসেবে মেসির মতো কাউকে পেয়েছেন। তাও আবার লিওর ক্যারিয়ারের শেষ সময়টায়। তাতে সতীর্থদের ওপর মেসির প্রভাব খুব কাছ থেকে পরখ করেছেন তিনি। যেটা তাঁকে রীতিমতো মুগ্ধও করেছিল। সম্প্রতি জনপ্রিয় শো 'ইউনিভার্সো ভালদানো'তে কথা বলতে গিয়ে মেসির এই গুণটার কথা তুলে আনেন স্কালোনি।
কোপা আমেরিকা জেতার পর কাতারে বিশ্বকাপ জেতে আর্জেন্টিনা। টানা দুই বড় শিরোপার মাঝে ছিল ফিনালিসিমা নামে আরেকটা অর্জন। সব মিলিয়ে অজেয় থাকা, এরপর সোনালি ট্রফি হাতে নেওয়া। এমন সব দিন খুব মিস করেন আর্জেন্টিনার কোচও। এই অর্জনের দিনগুলোতে মেসির মাঠের ভূমিকা সবাই দেখেছে। বল পায়ে কতটা গতিশীল ছিলেন তিনি। তবে মাঠের বাইরের দিকগুলো কোচ স্কালোনির চোখে দারুণভাবে ধরা দেয়।
এ নিয়ে বলতে গিয়ে আকাশি-সাদাদের বস বলেন, 'সে একজন ফুটবল লিডার। আপনিও সেটা দেখে থাকবেন। আমি কখনও দেখিনি এমন সে যেভাবে তার সতীর্থদের উদ্বুদ্ধ করে। এই প্রভাবটা সত্যিই অকল্পনীয়। একজন ফুটবলার হিসেবেই নয়, যে কোনো ব্যক্তির জন্যও এটা কঠিন। তার সতীর্থরা তাকে যেভাবে দেখে, তার প্রেরণা... এককথায় এটার ব্যাখ্যা করা কঠিন।'
মেসিকে প্রথম বেশি রোমাঞ্চিত হতে দেখা যায় ব্রাজিলের মাটিতে তাদের হারিয়ে কোপা আমেরিকা জেতার পর। রেফারির শেষ বাঁশির পর মাঠে বসে পড়ার সেই দৃশ্য আইকনিক ফ্রেমে এখনও বাঁধা। আর সেটাও সম্ভব হয়েছে তাঁর কিছু ভূমিকায়। হাসিখুশিতে সতীর্থদের সর্বদা উজ্জীবিত করার জন্যই। যেমনটা বলেছেন স্কালোনি, 'ব্রাজিলে হওয়া কোপা আমেরিকা সে দারুণভাবে উপভোগ করেছিল। সে সময় সবার সঙ্গে ড্রেসিংরুমেও আনন্দে কাটিয়েছে। ডি পলের সঙ্গে তার বোঝাপড়াটা ভালো। তারা মাঠের বাইরে প্রায়ই একসঙ্গে থাকে। লিও জানে, কীভাবে ম্যানেজ করতে হয় সবকিছু। যেটা কিছুটা ব্যতিক্রম এবং সবাইকে সহজেই আকৃষ্ট করে ফেলে।’
কাতারে পা রাখার আগে বলেছিলেন, এটাই শেষ বিশ্বকাপ। কিন্তু আকাশি-সাদার মায়া কি এত সহজে ছাড়া যায়! তাই তো এখনই বিদায় বলেননি। আরও কিছুদিন চ্যাম্পিয়ন হয়ে ফুটবলটা উপভোগ করার ইচ্ছা তাঁর।
© সমকাল ২০০৫ - ২০২৩
সম্পাদক : মোজাম্মেল হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ
টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com