হাতিরঝিলে মোটরসাইকেল থেকে ছিটকে যুবক নিহত

প্রকাশ: ২৬ জানুয়ারি ২৩ । ১৪:২৩ | আপডেট: ২৬ জানুয়ারি ২৩ । ১৬:৫১

সমকাল প্রতিবেদক

নিহত ইসরাক হোসেন যোশীর জাতীয় পরিচয়পত্র

রাজধানীর হাতিরঝিল এলাকার রামপুরা ব্রিজের কাছে সড়ক দুর্ঘটনায় ইসরাক হোসেন যোশী (২৭) নামে এক যুবক নিহত হয়েছেন। বুধবার রাত সোয়া একটার দিকে এ দুর্ঘটনা ঘটে। তাঁর বাসা রাজধানীর ওয়ারীতে। 

হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রশীদ জানান, মোটরসাইকেল যাওয়ার পথে তিনি ছিটকে পড়ে আহত হন। পথচারীরা উদ্ধার করে রাত পৌনে দুইটার দিকে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে তাঁকে মৃত ঘোষণা করা হয়। 

ইসরাকের পরিবারের একজন সদস্য জানান, রাতে বন্ধুর বাসায় যাওয়ার কথা বলে তিনি বাসা থেকে বের হয়েছিলেন। তাঁর বাবার নাম ইমরান হোসেন। 

© সমকাল ২০০৫ - ২০২৩

সম্পাদক : মোজাম্মেল হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ

টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com