'এসএসসি ১৯৮৬ বাংলাদেশ'র তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী কাল

প্রকাশ: ২৬ জানুয়ারি ২৩ । ১৮:৪৯ | আপডেট: ২৬ জানুয়ারি ২৩ । ১৮:৪৯

অনলাইন ডেস্ক

এসএসসি ১৯৮৬ বাংলাদেশ। ছবি-সংগৃহীত

তিন বছর অতিক্রম করে চতুর্থ বছরে পা রাখছে ফেসবুকভিত্তিক সংগঠন 'এসএসসি ১৯৮৬ বাংলাদেশ'। শুক্রবার (২৭ জানুয়ারি) সি-সেল পার্ক অ্যান্ড রিসোর্টে সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত চলবে প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান।

রাজধানী ছাড়াও দেশের প্রত্যন্ত অঞ্চলে বঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়ে সমাজ সংস্কারকের ভূমিকা রেখে চলছে 'এসএসসি ১৯৮৬ বাংলাদেশ'। এ যেন বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়ার সংগ্রামে অংশগ্রহণকারী পঞ্চাশোর্ধ্ব পুরুষ-নারীদের নতুন এক প্ল্যাটফর্ম। ইতোমধ্যে গ্রুপটির সদস্য সংখ্যাও ১৫ হাজার ছাড়িয়েছে।  

শুক্রবার সকাল ১০টায় প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান উদ্বোধন করবেন সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি সংসদ সদস্য আলহাজ্ব ইলিয়াস উদ্দিন মোল্লা। এতে শুভেচ্ছা বক্তব্য রাখবেন টাঙ্গাইল-৫ আসনের সংসদ সদস্য আলহাজ্ব সানোয়ার হোসেন এবং কক্সবাজার-৩ আসনের সংসদ সদস্য সাইমুম সারোয়ার কামাল। বিকেলে সাংস্কৃতিক অনুষ্ঠানে দিঠি আনোয়ার, পথিক নবী, মিলন মাহমুদ, পারভেজ সাজ্জাদ এবং মমতাজ গান পরিবেশন করবেন। সংবাদ বিজ্ঞপ্তি।

© সমকাল ২০০৫ - ২০২৩

সম্পাদক : মোজাম্মেল হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ

টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com