
চট্টগ্রামে এসএসসির ফরম পূরণের সময় বাড়ল
প্রকাশ: ২৬ জানুয়ারি ২৩ । ১৯:১২ | আপডেট: ২৬ জানুয়ারি ২৩ । ১৯:১২
চট্টগ্রাম ব্যুরো

এসএসসি পরীক্ষার ফরম পূরণের সময় বাড়িয়েছে চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড। বর্ধিত সময় অনুযায়ী বোর্ডের এসএসসি পরীক্ষার্থীরা আগামী ২ ফেব্রুয়ারি পর্যন্ত ফরম পূরণ করতে পারবে। একই সময়ের মধ্যেই বাদ পড়া শিক্ষার্থীদের ফরম পূরণ করার অনুরোধ জানিয়েছে বোর্ড কর্তৃপক্ষ।
আজ বৃহস্পতিবার বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক নারায়ণ চন্দ্র নাথ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
নারায়ণ চন্দ্র নাথ সমকালকে বলেন, বিলম্ব ফিসহ আগামী ৫ ফেব্রুয়ারি পর্যন্ত ফি জমা দিতে পারবে শিক্ষার্থীরা। ফরম পূরণের সময় আর বাড়ানো হবে না।তিনি আরও জানান, বাদপড়া শিক্ষার্থীদের এ সময়ের মধ্যেই ফরম পূরণ করতে হবে। এ ছাড়া ফরম পূরণ সংক্রান্ত গত ১২ ডিসেম্বর দেওয়া বিজ্ঞপ্তির অন্য শর্তাবলী অপরিবর্তিত থাকবে বলেও জানান তিনি।
© সমকাল ২০০৫ - ২০২৩
সম্পাদক : মোজাম্মেল হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ
টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com