দূরের সাহিত্য

নাম চাইছে বুকারের ট্রফি

প্রকাশ: ২৭ জানুয়ারি ২৩ । ০০:০০ | প্রিন্ট সংস্করণ

--

বুকার পুরস্কারের ট্রফির একটি নাম প্রয়োজন। বুকার প্রাইজ ফাউন্ডেশন এ পুরস্কারের সঙ্গে ট্রফির নাম দেওয়ার জন্য একটি প্রতিযোগিতার আয়োজন করেছে। এ পুরস্কারটি প্রতি বছর ইংরেজিতে ভাষায় এবং যুক্তরাজ্য ও আয়ারল্যান্ডে প্রকাশিত সেরা ফিকশনের কাজকে দেওয়া হয়। ট্রফিটি পেয়েছে নতুন রূপ। ১৯৬৯ সালে শিশুতোষ লেখক এবং চিত্রকর জ্যান পিয়েনকোস্কি এটি ডিজাইন করেন। পুরোনো জিনিসপত্রের দোকানে পাওয়া একটি প্রদীপের ওপর ভিত্তি করে তিনি এটি তৈরি করেছিলেন। সামথিং টু অ্যানসার ফর-এর জন্য প্রথমবার বুকার পুরস্কার পেয়েছিলেন পি এইচ নিউবি। দস্তার প্রলেপ দেওয়া প্রথম ট্রফিটি ছিল দুই ফুট লম্বা। নিউবির স্ত্রী দস্তার রং পছন্দ করতেন না। তিনি ট্রফির ওপর সোনালি রং স্প্রে করেছিলেন। গত বছর মাদ্রিদের একটি অলাভজনক সংস্থা আসল ট্রফিটি খুঁজে পায়। এরপর এটি স্ক্যান করে, কিছু পরিবর্তনসহ থ্রি-ডি প্রিন্ট করেছে। এটির দৈর্ঘ্য এখন ১৫ ইঞ্চি।

নতুন এ ট্রফিটির প্রথমবারের মতো ঘরে তোলা লেখক ছিলেন শেহান করুনাতিলকা, যিনি গত বছর দ্য সেভেন মুন অব মালি আলমেদার জন্য বুকার পুরস্কার জিতেছিলেন। ট্রফিটির জন্য যে নাম সংগ্রহ করা হচ্ছে, সেখানে বিচারকদের মধ্যে করুনাতিলাকাও রয়েছেন। বিচারকদের মধ্যে আরও রয়েছেন নিউবির নাতি ও ইংরেজি সাহিত্যের প্রভাষক গ্যাব্রিয়েল শেনক। আগ্রহীরা বুকার পুরস্কারের ওয়েবসাইটে গিয়ে ট্রফিটির জন্য একটি নাম দিতে পারেন। বিজয়ীর নাম একাধিক ব্যক্তির দ্বারা মনোনীত হলে, বিজয়ীকে দৈবচয়নের মধ্য দিয়ে নির্বাচন করা হবে। বিজয়ী ব্যক্তি হিলারি ম্যান্টেলের বুকার পুরস্কার বিজয়ী উলফ হলের ফোলিও সোসাইটি সংগ্রাহকের সংস্করণ এবং একটি সোনার নিবযুক্ত একটি মন্টেগ্রাপা জিরো ফাউন্টেন পেন বাড়িতে নিয়ে যাবেন।

© সমকাল ২০০৫ - ২০২৩

সম্পাদক : মোজাম্মেল হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ

টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com