
কিশোরগঞ্জে মামুনুল হকের মুক্তির দাবিতে মানববন্ধন
প্রকাশ: ২৭ জানুয়ারি ২৩ । ১৬:৩৭ | আপডেট: ২৭ জানুয়ারি ২৩ । ১৬:৪১
কিশোরগঞ্জ প্রতিনিধি

মাওলানা মামুনুল হকের মুক্তির দাবিতে কিশোরগঞ্জে মিছিল ও মানববন্ধন হয়েছে। ছবি- সমকাল।
হেফাজতে ইসলামের সাবেক কেন্দ্রীয় যুগ্ম-মহাসচিব মাওলানা মামুনুল হকের মুক্তির দাবিতে কিশোরগঞ্জে মিছিল ও মানববন্ধন হয়েছে।
খেলাফত যুব মজলিসের উদ্যোগে আজ বাদ জুমা জেলা শহরের শহীদি মসজিদের সামনে থেকে একটি মিছিল বের হয়ে শহর প্রদক্ষিণ করে। এরপর মসজিদের সামনে ব্যানার-ফেস্টুন নিয়ে মানববন্ধন করা হয়।
এতে সংগঠনের জেলা শাখার সভাপতি মাওলানা মোহাম্মদ আলী ও সদর উপজেলা শাখার সভাপতি মাওলানা মেসবাহ উদ্দিনসহ অন্যান্য নেতৃবৃন্দ বক্তৃতা করেন। তারা অবিলম্বে মামুনুল হকের নিঃশর্ত মুক্তি দাবি করেন।
২০২১ সালের ১৮ এপ্রিল দুপুরে ঢাকার মোহাম্মদপুরের একটি মাদ্রাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছিল। তার বিরুদ্ধে পুলিশের ওপর হামলা, থানায় হামলা ও ধর্ষণসহ বিভিন্ন মামলা রয়েছে।
© সমকাল ২০০৫ - ২০২৩
সম্পাদক : আলমগীর হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ
টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com