
ছবি দিয়ে জায়েদ খান বললেন, আমার সহপাঠীদের সঙ্গে
প্রকাশ: ২৭ জানুয়ারি ২৩ । ১৯:২৬ | আপডেট: ২৭ জানুয়ারি ২৩ । ১৯:৩০
অনলাইন ডেস্ক

ছবি: জায়েদ খানের ফেসবুক পেজ থেকে নেওয়া
ঢাকাই সিনেমার আলোচিত চিত্রনায়ক জায়েদ খান। তার অভিনয়ের চেয়ে বেশি আলোচনায় থাকেন অন্যান্য বিষয়ে। এর মধ্যে শিল্পী সমিতির নির্বাচনের বিষয়ে কম জল ঘোলা হয়নি। তখন বার বার খবরের শিরোনামে এসেছেন জায়েদ খান। সম্প্রতি বলিউড সিনেমা ‘পাঠান’ বাংলাদেশে মুক্তি দিলে, দেশি সিনেমা ভারতে মুক্তির দাবি জানিয়ে আবারও আলোচনায় আসেন তিনি। এসব আলোচনার মধ্যেই নিজের সহপাঠীদের সঙ্গে পুনর্মিলনী অনুষ্ঠানে দেখা গেল এই চিত্রনায়ককে।
শুক্রবার বিকেল ৫টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে বেশ কয়েকটি ছবি পোস্ট করেন জায়েদ খান। ছবির ক্যাপশনে তিনি লেখেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের পুনর্মিলনীতে আমার সহপাঠীদের সঙ্গে।’ বিশ্ববিদ্যালয়ের টিএসসি মিলনায়তনে এই অনুষ্ঠান হয় বলে জানা গেছে।
এ সময় ১২-১৩টি ছবি পোস্ট করেন তিনি। ছবিতে বিভিন্ন ভঙ্গিতে ও বিভিন্ন ফ্রেমে অনেক মানুষের সঙ্গে দেখা গেছে জায়েদ খানকে। তারা সবাই তার সহপাঠী বলে জানান জায়েদ খান।
এই ছবির পোস্টে নানান শ্রেণি-পেশার মানুষ নানান কমেন্ট করেছেন। সবুজ খান নামে একজন লিখেছেন, ‘যতক্ষণ হাল না ছাড়ছেন, ততক্ষণ আপনার জেতার সম্ভাবনা আছে। হাল ছেড়ে দেওয়াই সবচেয়ে বড় পরাজয়। শুভকামনা আর সীমাহীন ভালোবাসা প্রিয় জায়েদ খান ভাই।’
সাইয়্যেদা মেহেরুন্নেসা জাফর হিয়া লিখেছেন, ‘জায়েদ একজন উদার, বিরাট হৃদয়ের মানুষ। তার জন্য শুভকামনা’
© সমকাল ২০০৫ - ২০২৩
সম্পাদক : মোজাম্মেল হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ
টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com