গোবিন্দগঞ্জে যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার

প্রকাশ: ২৭ জানুয়ারি ২৩ । ২০:৪১ | আপডেট: ২৭ জানুয়ারি ২৩ । ২০:৪১

গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি

প্রতীকী ছবি।

গাইবান্ধার গোবিন্দগঞ্জে রিফাত মণ্ডল (২৬) নামে এক বুদ্ধিপ্রতিবন্ধী যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাত ১০টার দিকে পৌর শহরের প্রধানপাড়া গ্রামের নিজ বাসা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। রিফাত মৃত রানু মণ্ডলের ছেলে।

স্থানীয়রা জানান, রিফাতের মা মুকু বেগম (৫০) ও বড় বোন রিমা খাতুনও (২৯) বুদ্ধিপ্রতিবন্ধী। অন্তত সাতদিন আগে তিনি মারা গেছেন বলে ধারণা তাঁদের। রিফাতের মা বুদ্ধিপ্রতিবন্ধী হওয়ায় ছেলের মৃত্যুর বিষয়টি জেনেও কেউ যেন ছেলেকে ঘর থেকে বের না করে, এ জন্য দরজা বন্ধ করে রাখেন। মরদেহের পচা গন্ধ বের হলে রাতে স্থানীয়রা থানায় খবর দেন।

গোবিন্দগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) বুলবুল ইসলাম জানান, নিহত যুবকের মা ও বড় বোনকে দেখাশোনা করতেন এক যুবক। ১৫ দিন আগে তিনি মারা যান। ধারণা করা হচ্ছে, রিফাত না খেয়ে মারা গেছেন। 

© সমকাল ২০০৫ - ২০২৩

সম্পাদক : মোজাম্মেল হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ

টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com