
খালেদা জিয়াকে নিয়ে শেখ সেলিমের বক্তব্য ভিত্তিহীন: মির্জা ফখরুল
প্রকাশ: ২৭ জানুয়ারি ২৩ । ২২:৩৭ | আপডেট: ২৭ জানুয়ারি ২৩ । ২২:৪১
সমকাল প্রতিবেদক

সংবাদ সম্মেলনে বক্তব্য দেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর - সমকাল
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে নিয়ে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য শেখ সেলিমের বক্তব্যকে 'ভিত্তিহীন, উদ্দেশ্যেপ্রণোদিত ও বানোয়াট' বলে দাবি করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বৃহস্পতিবার শেখ সেলিম বলেন- 'সাজাপ্রাপ্ত আসামি খালেদা জিয়া বাসায় গিয়ে রাজনীতি করবেন না এমন মুচলেকা দিয়েছেন।'
এ প্রসঙ্গে আজ শুক্রবার গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল বলেন, 'শেখ সেলিমের ওই বক্তব্য এর আগে কেউ শোনেনি। তিনি (শেখ সেলিম) এটা তৈরি করে ফেললেন, আর হয়ে গেল! এটা ভিত্তিহীন।'
© সমকাল ২০০৫ - ২০২৩
সম্পাদক : মোজাম্মেল হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ
টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com