এসএসসি ১৯৮৬ বাংলাদেশ-এর তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

প্রকাশ: ২৮ জানুয়ারি ২৩ । ০০:০০ | আপডেট: ২৮ জানুয়ারি ২৩ । ০০:০০

সমকাল প্রতিবেদক

ফেসবুকভিত্তিক সংগঠন এসএসসি ১৯৮৬ বাংলাদেশ-এর তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। আজ শুক্রবার নারায়ণগঞ্চস্থ সি-সেল পার্ক অ্যান্ড রিসোর্টে দিনব্যাপী তাদের তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান সকাল ৮টা থেকে শুরু হয়। নামাজ ও খাবারের বিরতি ছাড়া একটানা রাত ৮টা পর্যন্ত চলে।

শুক্রবার সকাল ১০টায় অনুষ্ঠান উদ্বোধন করেন সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি আলহাজ ইলিয়াস উদ্দিন মোল্লা এমপি। শুভেচ্ছা বক্তব্য রাখেন টাঙ্গাইল-৫ আসনের সাংসদ আলহাজ সানোয়ার হোসেন এবং কক্সবাজার-৩ আসনের সাংসদ সাইমুম সারোয়ার কামাল, ঢাকা রেঞ্জ ডিআইজি সৈয়ত নুরুল ইসলাম, জেলা জজ আব্দুল হালিম,জুয়েল রানা, কৃষি মন্ত্রণালয়ের যুগ্মসচিব আকবর আলী, প্রাথমিক গণশিক্ষা অধিদপ্তরের পরিচালক (যুগ্মসচিব) আনছার উদ্দিন, ডিআরইউর সাবেক সহসভাপতি নজরুল কবির ও বাংলাদেশ প্রতিদিনের বিশেষ প্রতিনিধি ফসিহ উদ্দীন মাহতাব।

এর পর বিকেলে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে অংশ নেন দিঠি আনোয়ার, পথিক নবী, মিলন মাহমুদ, পারভেজ সাজ্জাদ এবং মমতাজ গান পরিবেশন করেন।

অনুষ্ঠানে দেশের বাইরে থেকে এবং সারাদেশ থেকে আসা প্রায় দুই হাজার ৫০০ সদস্য যোগ দেন। সকালে পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে এবং উপস্থিত বন্ধুদের পরিচিতির মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। নামাজ ও দুপুরের খাবার বিরতির পর বিকেলে আড্ডা, গান, স্মৃতিচারণা, মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে বরেণ্য শিল্পীদের গান পরিবেশনা এবং আকর্ষণীয় র‌্যাফেল ড্রর মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।

© সমকাল ২০০৫ - ২০২৩

সম্পাদক : মোজাম্মেল হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ

টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com