
বাণিজ্য মেলায় শেষ শুক্রবারে সাড়ে ৩ লাখ ক্রেতা-দর্শনার্থী
প্রকাশ: ২৮ জানুয়ারি ২৩ । ০০:৩৯ | আপডেট: ২৮ জানুয়ারি ২৩ । ০১:১৮
সমকাল প্রতিবেদক

ছবি: ফোকাস বাংলা
ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা শেষ হচ্ছে আগামী মঙ্গলবার। সেই হিসাবে মেলার শেষ শুক্রবার ছিল ক্রেতা-দর্শনার্থীদের উপচে পড়া ভিড়। তাদের সামাল দিতে হিমশিম খেতে হয়েছে স্টলকর্মীদের। আয়োজক প্রতিষ্ঠান রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) জানিয়েছে, শুক্রবার প্রায় সাড়ে তিন লাখ লোক মেলায় এসেছিলেন।
মেলায় অবস্থিত কাস্টমস, এপাইজ ও ভ্যাট কমিশনারেট, ঢাকার (পূর্ব) অস্থায়ী অফিস স্টলগুলো থেকে ২৬ দিনে রাজস্ব আয় করেছে প্রায় ১ কোটি ৩০ লাখ টাকা।
১ জানুয়ারি থেকে ঢাকার পূর্বাচলে বঙ্গবন্ধু বাংলাদেশ-চীন মৈত্রী এক্সিবিশন সেন্টারে মেলা শুরু হয়। প্রথমে লোকসমাগম একেবারে ছিল না। ধীরে ধীরে বাড়তে থাকে ক্রেতা-দর্শনার্থীর ভিড়। ব্যবসায়ীরা বলছেন, গতবারের তুলনায় এবার আরেকটু ভালো জমেছে। বিক্রিও বেড়েছে।
মিরপুর-১১ থেকে সপরিবারে মেলায় আসা নিয়াজ মাহমুদ বলেন, আর সময় মিলবে না। তাই ছুটির দিনে পরিবার নিয়ে এসেছি। সবার জন্য জিনিসপত্র কিনেছি।
মেঘনা গ্রুপের প্যাভিলিয়নে অফার দিয়ে পণ্য বিক্রি হচ্ছে। প্রতিষ্ঠানটির বিক্রয়কর্মীরা জানান, তাঁরা আশানুরূপ সাড়া পাচ্ছেন। ইরানি মেলামাইন স্টলের বিক্রয়কর্মী ফয়সাল হোসেন বলেন, গতবার জিনিসপত্র ভালোই বিক্রি হয়েছে। এবারও বিক্রি খারাপ নয়।
ইন্ডিয়ান ফুটওয়্যারের স্টল ইনচার্জ কমল হাছারি বলেন, জুতা বিক্রি বেড়েছে। আগারগাঁওয়ের মতোই বিক্রি হচ্ছে। তবে আগারগাঁওয়ের মতো মেলা জমতে আরও পাঁচ বছর লাগবে বলে মনে করেন হোম টেপটাইলের প্যাভিলিয়নের ইনচার্জ তৌহিদ হাসান।
দিল্লি অ্যালুমিনিয়ামের স্টল ম্যানেজার ওয়াহেদুজ্জামান চৌধুরী বলেন, ১৫ বছর ধরে মেলায় অংশ নিচ্ছি। এখানে এখনও পুরোপুরি মেলা জমে ওঠেনি। একটু সময় লাগতে পারে।
মেলার রাজস্ব আদায়ের দায়িত্বে থাকা ভ্যাট কমিশনারেট ঢাকা পূর্বের যুগ্ম কমিশনার সুমন দাশ বলেন, গত বৃহস্পতিবার একদিনে সর্বোচ্চ ১৪ লাখ টাকা রাজস্ব আদায় হয়েছে। এদিকে ব্যবসায়ীরা সময় বাড়ানোর আবেদন করলেও তা আমলে নেয়নি মেলা কর্তৃপক্ষ। সংস্থাটির সচিব ও বাণিজ্য মেলার পরিচালক ইফতেখার আহমেদ চৌধুরী বলেন, সময় বাড়ছে না। সমাপ্তির সব আয়োজন চলছে।
© সমকাল ২০০৫ - ২০২৩
সম্পাদক : মোজাম্মেল হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ
টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com