অমর একুশে গ্রন্থমেলা

শর্ত মেনেই স্টল চায় আদর্শ

বাংলা একাডেমির কাছে আবার আবেদন

প্রকাশ: ২৮ জানুয়ারি ২৩ । ০০:০০ | আপডেট: ২৮ জানুয়ারি ২৩ । ১১:৫৮ | প্রিন্ট সংস্করণ

এহসান মাহমুদ

আর তিন দিন পর অমর একুশে গ্রন্থমেলা। রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে শুক্রবার স্টল সাজাতে ব্যস্ত এক শিল্পী - সমকাল

অমর একুশে বইমেলায় প্রকাশনা সংস্থা 'আদর্শ'র স্টল বরাদ্দ নিয়ে অচলাবস্থা কাটেনি। সংস্থাটি বলছে, ফাহাম আবদুস সালামের 'বাঙালির মিডিয়োক্রিটির সন্ধানে' বইটি প্রদর্শন ও বিক্রি করবে না তারা। এর বিনিময়ে স্টল বরাদ্দের বিষয়টি পুনর্বিবেচনা করতে গত মঙ্গলবার বাংলা একাডেমির কাছে আবেদন করেছেন আদর্শের স্বত্বাধিকারী মাহাবুবুর রহমান।

এর আগে ফাহাম আবদুস সালামের বইটি নীতিমালা অনুযায়ী প্রদর্শন ও বিক্রিতে আপত্তি তুলে স্টল বরাদ্দ দেওয়া হবে না বলে জানিয়েছিল বাংলা একাডেমি। তবে এর প্রতিবাদে লেখক, প্রকাশক ও বিশিষ্টজন বিভিন্ন কর্মসূচি পালন করেন।

আবেদনপত্রে বলা হয়েছে, 'বাঙালির মিডিয়োক্রিটির সন্ধানে' বইটি নিয়ে বিতর্ক ওঠায় স্টল বরাদ্দ ও লটারি তালিকা থেকে বাদ দেওয়া হয়। লেখক-পাঠকের বৃহত্তর স্বার্থ বিবেচনায় বইটি মেলায় প্রদর্শন ও বিক্রি থেকে বিরত থাকবে এবং মেলার নীতিমালা অনুসরণ করবে আদর্শ।

সেই সঙ্গে বইমেলার নীতিমালা নিয়ে আপত্তি জানিয়ে আবেদনপত্রে বলা হয়, তারা আশা করে বইমেলা কমিটির সদস্যরা পরবর্তী সময়ে নীতিমালা পুনর্বিবেচনা করবেন। অমর একুশে বইমেলা এবং বাংলা একাডেমির সুনাম ও গ্রহণযোগ্যতা সর্বস্তরের জনমানুষের মধ্যে অক্ষুণ্ণ থাকুক। অতএব, আবেদন গ্রহণ করে আদর্শকে প্যাভিলিয়ন বরাদ্দ দেওয়ার অনুরোধ জানানো হলো। আবেদনের কোনো উত্তর পেয়েছেন কিনা- জানতে চাইলে আদর্শের স্বত্বাধিকারী মাহাবুবুর রহমান বলেন, বাংলা একাডেমি থেকে এখনও কোনো জবাব পাইনি। মহাপরিচালককে ফোন দিয়েছিলাম। তিনি বলেছেন, সময় হলে জানতে পারবেন। আমার প্রতিনিধিকে বাংলা একাডেমিতে পাঠিয়েছিলাম তাদের বক্তব্য জানতে। মেলা কমিটির সচিব বলেছেন, বাংলা একাডেমির মেলা মানে তো আমরা দু'জন (ডিজি ও মেলা কমিটির সচিব) নই। এখানে ৩১ জন সদস্য রয়েছেন, আমরা আপনাদের চিঠির বিষয়ে তাঁদের জানিয়েছি। পরবর্তী মিটিংয়ে তাঁরা এ বিষয়ে সিদ্ধান্ত জানাবেন। কিন্তু আমি মেলা কমিটিতে থাকা দু'জন প্রকাশক প্রতিনিধিকে জিজ্ঞাসা করলে তাঁরা বলেন, বাংলা একাডেমি আমাদের এ ব্যাপারে কিছুই জানায়নি। এমনকি সংস্কৃতি প্রতিমন্ত্রীও বলেছেন, এ বিষয়ে তিনিও কিছুই জানেন না।

বাংলা একাডেমি আগের সিদ্ধান্ত অনুযায়ী মেলায় স্টল বরাদ্দ না দিলে কী করবেন- জানতে চাইলে তিনি বলেন, একাডেমির আগের সিদ্ধান্ত কী, সেটিই তো জানি না! তারা তো আমাকে এখনও কোনো কিছু চিঠি দিয়ে জানায়নি। সংবাদমাধ্যমের সূত্রে জেনেছি।

বইমেলা পরিচালনা কমিটির প্রকাশক প্রতিনিধি ও আগামী প্রকাশনীর স্বত্বাধিকারী ওসমান গণি বলেন, আদর্শ নিয়ে মন্তব্য করতে চাই না। গত কয়েক দিনে এটি নিয়ে অনেক আলোচনা দেখলাম। এটি তো এখন জাতীয় ইস্যু হয়ে গেছে।

গতকাল শুক্রবার সন্ধ্যায় অমর একুশে বইমেলার সদস্য সচিব কে এম মুজাহিদুল ইসলাম সমকালকে বলেন, আদর্শ প্রকশনার নতুন আবেদন আমরা পেয়েছি। মহাপরিচালকের সঙ্গে আমার আলাপ হয়েছে। আদর্শের প্রতি আমার সহানুভূতি রয়েছে। কিন্তু আমি কিংবা মহাপরিচালক চাইলেই হবে না। আদর্শের স্টল বরাদ্দের বিষয়টি আগে ৩১ সদস্যের কমিটির মাধ্যমে চূড়ান্ত হয়েছিল।

আবার নতুন করে সিদ্ধান্ত নিতে হলে সব সদস্যকে নিয়ে সভা করতে হবে। বইমেলার সময়ও নিকটে চলে এসেছে। বন্ধের দিনও আমাকে অফিস করতে হচ্ছে। সব সদস্যকে নিয়ে কবে সভা আহ্বান করা যায়, তা নিয়ে আলোচনা চলছে। প্রধানমন্ত্রীর উদ্বোধন অনুষ্ঠান নিয়ে আমরা এখন ব্যস্ত আছি। করোনার পরে এবার তিনি বইমেলায় আসবেন। তাই কিছু বাড়তি প্রস্তুতি নিতে হচ্ছে। এর মধ্যে সময় করে সভা করা কঠিন কাজ। তার পরও আমরা চেষ্টা করছি। তবে এখনই কিছু বলতে পারছি না।

এ বিষয়ে সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ বলেন, বাংলা একাডেমির বিষয়ে দেখভালের জন্য একজন মহাপরিচালক রয়েছেন। বিষয়টি নিয়ে তিনিই বলতে পারবেন। কোনো মন্তব্য করতে চাই না।

বাংলা একাডেমির বিষয়ে সর্বোচ্চ সিদ্ধান্ত মন্ত্রণালয় থেকেই আসে- এই কথার উত্তরে তিনি বলেন, আদর্শ নিয়ে গত কয়েক দিন অনেক খবরই দেখেছি। এখন এটি নিয়ে আমার আর কিছু বলার নেই। যা সিদ্ধান্ত হবে, বাংলা একাডেমি অফিশিয়ালি জানিয়ে দেবে।

আদর্শের স্টল বরাদ্দ নিয়ে অচলাবস্থা দূর হবে কিনা- জানতে গতকাল সন্ধ্যায় বাংলা একাডেমির মহাপরিচালক মুহম্মদ নূরুল হুদার সঙ্গে যোগাযোগ করা হয়। তিনি সমকালকে বলেন, একাডেমির অনুষ্ঠানের জন্য এখন ঢাকার বাইরে আছি। এ নিয়ে এখনই কিছু বলা যাচ্ছে না।

৫৩ লেখকের দাবি :এদিকে গতকাল গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে আদর্শ প্রকাশনার ৫৩ লেখক প্রকাশনা সংস্থাটিকে ১ ফেব্রুয়ারির আগেই স্টল বরাদ্দ দেওয়ার দাবি জানিয়েছেন। তাঁদের মধ্যে রয়েছেন- মুনির হাসান, রাগিব হাসান, শেখ রোকন, অরূপ রাহী, আফসানা বেগম, মাহবুব মোর্শেদ, কল্লোল মোস্তফা, চমক হাসান ও সোহেল হাসান গালিব।

© সমকাল ২০০৫ - ২০২৩

সম্পাদক : মোজাম্মেল হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ

টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com