
ভারত সফরের আগে ‘ক্লান্ত’ ওয়ার্নার
প্রকাশ: ২৮ জানুয়ারি ২৩ । ১৮:৪৮ | আপডেট: ২৮ জানুয়ারি ২৩ । ১৮:৪৮
স্পোর্টস ডেস্ক

ছবি: ফাইল
বয়স বাড়ছে। ৩৭ বছরে পা রেখেছেন অস্ট্রেলিয়ার ওপেনার ডেভিড ওয়ার্নার। তার বয়সী ক্রিকেটাররা বেছে বেছে ম্যাচ খেলতে শুরু করেছেন। কিন্তু ওয়ার্নার ‘ছুটছেন’। জাতীয় দলের হয়ে নিয়মিত তিন ফরম্যাটের ক্রিকেট খেলছেন। খেলছেন ফ্র্যাঞ্জাইজি লিগ। ভারত সিরিজের আগে অজি ওপেনার জানালেন, তিনি ক্লান্ত।
গত আগস্ট থেকে টানা ক্রিকেট খেলছেন বাঁ-হাতি ওপেনার ওয়ার্নার। তিনি এই সময়ে দেশের জার্সিতে জিম্বাবুয়ে, নিউজিল্যান্ড, ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলেছেন। টি-২০ বিশ্বকাপে দেশের হয়ে সবকটি ম্যাচ খেলেছেন। ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজ ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট খেলেছেন।
এরপর বিগ ব্যাশে খেলেছেন। শনিবার যে যাত্রা শেষ হয়েছে। ভারতের বিপক্ষে বোর্ডার-গাভাস্কার সিরিজের চার ম্যাচের টেস্ট সিরিজ খেলতে যাওয়ার আগে মাত্র পাঁচদিনের বিশ্রাম পাচ্ছেন তিনি। এর মধ্যে আবার সোমবার ক্রিকেট অস্ট্রেলিয়া অ্যাওয়ার্ডে যোগ দিতে হবে তার। বিষয়টি নিয়ে ক্লান্তির কথা বলেছেন তিনি।
সংবাদ মাধ্যমকে ওয়ার্নার বলেছেন, ‘এটা (টানা খেলে যাওয়া) খুবই চ্যালেঞ্জিং। আমি কিছুটা ক্লান্ত, পরিশ্রান্ত। আমাদের অনেকে সংযুক্ত আরব আমিরাতের লিগ খেলতে গেছেন। তারা কিন্তু অ্যাওয়ার্ডে অংশ নিচ্ছেন না। আমার দিক থেকে বলবো, এটা অন্য কোন এক সময় হলে খুব ভালো হতো।’
চলতি গ্রীষ্ম খুব ব্যস্ত গেছে। বিশ্বকাপ পর্যন্ত ওই ব্যস্ততা থেকে মুক্তি পাওয়ার সুযোগ কম। তবে আগামী মৌসুমে ফ্রেশ থাকবেন এমনটাই আশা ওয়ার্নারের, ‘এই মুহূর্তে যেমন আছি, আশা করছি আগামী মৌসুমে আমি তুলনামূলক সতেজ থাকবো। এবছর বিশ্বকাপ আছে। চেষ্টা করবো ফ্রেশ থাকার এবং সেজন্য কিছু কাজ করার।’ আগামী ৯ ফেব্রুয়ারি থেকে ভারত ও অস্ট্রেলিয়া টেস্ট সিরিজ শুরু হবে।
© সমকাল ২০০৫ - ২০২৩
সম্পাদক : মোজাম্মেল হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ
টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com