
শুটিং বিশ্বকাপের ফাইনালে কামরুন নাহার
প্রকাশ: ২৮ জানুয়ারি ২৩ । ২২:৫১ | আপডেট: ২৮ জানুয়ারি ২৩ । ২২:৫১
ক্রীড়া প্রতিবেদক

ছবি: সংগৃহিত
কমনওয়েলথ কিংবা সাফে পদক রেকর্ড আছে বাংলাদেশের। কিন্তু শুটিং বিশ্বকাপ এখনও বাংলাদেশি শুটারদের কাছে স্বপ্নের মতো ব্যাপার। এর আগে বাংলাদেশের কেউ শুটিং বিশ্বকাপের ফাইনালে পা রাখতে পারেননি। শনিবার ওই অপ্রাপ্তি ঘুচিয়েছেন শুটার কামরুন নাহার।
জাকার্তায় চলমান বিশ্বকাপ শুটিংয়ে মেয়েদের ১০ মিটার এয়ার রাইফেলে ষষ্ঠ হয়ে ফাইনালে উঠেছেন কামরুন নাহার। তবে ফাইনালে ভালো করতে পারেননি তিনি। আটজনের মধ্যে অষ্টম হয়েছেন। তার পরও ফাইনালে ওঠেই ইতিহাস সৃষ্টি করেছেন তিনি।
বাছাইয়ে কামরুন নাহার ৬২৮.৪ স্কোর করে ষষ্ঠ হন। এরপর পদকের লড়াইয়ে নামেন তিনি। গত অক্টোবরে কায়রোতে বিশ্বচ্যাম্পিয়নশিপেও আলো ছড়িয়েছিলেন কামরুন নাহার। সেবার বাছাইয়ে ৬২৯ স্কোর করেছিলেন, যা আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের কোনো শুটারের সর্বোচ্চ স্কোর। তবে ফাইনালে উঠতে পারেননি, ১৪তম হয়েছিলেন। জাকার্তায় কম স্কোর করেও ইতিহাস গড়লেন তিনি।
© সমকাল ২০০৫ - ২০২৩
সম্পাদক : মোজাম্মেল হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ
টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com