
গেন্ডারিয়ায় আগুনে পুড়ল ১০ দোকান, রিকশার গ্যারেজ
প্রকাশ: ২৯ জানুয়ারি ২৩ । ১০:৪৩ | আপডেট: ২৯ জানুয়ারি ২৩ । ১১:০৮
সমকাল প্রতিবেদক

প্রতীকী ছবি
রাজধানীর গেন্ডারিয়ায় আগুন লেগে টিন শেডের ১০টি দোকান ও একটি রিকশার গ্যারেজ পুড়ে গেছে। আজ রোববার ভোর সোয়া ৪টার দিকে এই অগ্নিকাণ্ড ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
ফায়ার সার্ভিসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ভোর ৪টা ২১ মিনিটে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের সূত্রাপুর ও পোস্তগোলা স্টেশনের চারটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে কাজ শুরু করে। ভোর পৌনে ৫টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে এবং ৫টা ৪০ মিনিটে আগুন পুরোপুরি নেভাতে সক্ষম হন ফায়ার সার্ভিস কর্মীরা।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অগ্নিকাণ্ডে প্রাণহানি ঘটেনি। তবে টিন শেডের ছোট ছোট ১০টি দোকান ও একটি রিকশার গ্যারেজ আগুনে পুড়ে গেছে।
তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি। তদন্তের পর এ বিষয়ে নিশ্চিতভাবে বলা যাবে বলে ফায়ার সার্ভিসের বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
© সমকাল ২০০৫ - ২০২৩
সম্পাদক : মোজাম্মেল হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ
টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com