
অস্ট্রেলিয়ান ওপেনের রাজা জকোভিচ, ছুঁলেন নাদালের বিশ্বরেকর্ড
প্রকাশ: ২৯ জানুয়ারি ২৩ । ১৮:০৪ | আপডেট: ২৯ জানুয়ারি ২৩ । ১৮:৩৩
স্পোর্টস ডেস্ক

ছবি- এএফপি
অস্ট্রেলিয়ান ওপেনের রাজা নোভাক জকোভিচ। রড লেভার অ্যারেনায় গ্রিসের স্টেফানো সিসিপাসকে হারিয়ে ফের অস্ট্রেলিয়ান ওপেন চ্যাম্পিয়ন হলেন সার্বিয়ার নোভাক জকোভিচ। ফাইনালে ৬-৩, ৭-৬ (৭-৪), ৭-৬ (৭-৫) গেমে তিনি পরাস্ত করেন সিসিপাসকে। এই নিয়ে দশমবার সিঙ্গলস চ্যাম্পিয়ন হলেন তিনি।
এটি জকোভিচের ক্যারিয়ারের ২২ নম্বর গ্র্যান্ড স্ল্যাম ট্রফি জয়। এর সুবাদে জোকার ছুঁয়ে ফেলেন নাদালকে। গত বছর ২২ নাম্বার গ্র্যান্ডস্লামে চুমু এঁকেছিলেন স্প্যানিশ তারকা রাফায়েল নাদাল।
এখানেই শেষ নয়, এতদিন ধরে মেলবোর্নে সর্বোচ্চ ৯ বার চ্যাম্পিয়ন হওয়ার মালিক ছিলেন জকোভিচ। এবার সেই রেকর্ডটাকেও বাড়িয়ে নিলেন সার্বিয়ান তারকা। রড লেভার অ্যারেনায় আজ নিজের দশম শিরোপা উঁচিয়ে ধরলেন টেনিসের রাজা।
His night. His court. His trophy. His legacy.@DjokerNole • #AusOpen • #AO2023 pic.twitter.com/1tC4Foanm1
— #AusOpen (@AustralianOpen) January 29, 2023
শিরোপার লড়াইয়ে প্রথম সেটে জকোভিচের সামনে পাত্তাই পাননি সিসিপাস। ম্যাচের প্রথম সেটে হেরেছেন ৬-৩ গেম পয়েন্টে। দ্বিতীয় সেটে ঘুরে দাঁড়ান এই গ্রিক তারকা। কিন্তু ৬-৬ ব্যবধানে সেট শেষ হলে টাইব্রেকারে ৭-৪ ব্যবধানে হেরে যান তিনি। পরপর দুই সেটে হেরে আর ঘুরে দাঁড়ানো হলো না গ্রিক তারকার। তৃতীয় সেটেও জয় তুলে নিয়ে শিরোপা উঁচিয়ে ধরলেন জকোভিচ।
এতে রড লেভার অ্যারেনায় রানারআপ হয়েই সন্তুষ্ট থাকতে হলো সিসিপাসকে। প্রথমবার গ্রান্ড স্লাম জয়ের সুযোগ পেয়ে অধরা শিরোপা ছুঁয়ে দেখতে পারলেন না তিনি। এর আগেও ফ্রেঞ্চ ওপেনের ফাইনালে উঠে হতাশ হতে হয়েছিল গ্রিক তারকাকে। সেবারও হেরেছিলেন জকোভিচের কাছেই। এবারও তার কাছে দুঃস্বপ্ন হয়ে থাকলেন জকোভিচ।
© সমকাল ২০০৫ - ২০২৩
সম্পাদক : মোজাম্মেল হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ
টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com