
শুটিংয়ে দগ্ধ অভিনেত্রী, শরীরের ৩৫ শতাংশ পুড়ে গেছে
প্রকাশ: ২৯ জানুয়ারি ২৩ । ১৮:২৮ | আপডেট: ২৯ জানুয়ারি ২৩ । ২০:৩২
বিনোদন প্রতিবেদক

ছোট পর্দার অভিনেত্রী শারমিন আঁখি রাজধানীর মিরপুরে একটি টেলিফিল্মের শুটিং সেটে আহত হয়েছেন। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে লাগা আগুনে তার শরীরের ৩৫ শতাংশ পুড়ে গেছে। শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসা চলছে তার।
এই তথ্য নিশ্চিত করেছেন অভিনেত্রী আঁখির স্বামী নির্মাতা রাহাত কবির।
ঘটনার বর্ণনা দিয়ে রাহাত বলেন, ‘আঁখি মিরপুরের একটি শুটিং হাউজে টেলিফিল্মের শুট করছিলেন। সেই শুটিং সেটে মেকআপ নিয়ে ওয়াশরুমে যান চুল ঠিক করতে। হেয়ার স্টেটমেন্ট অন কিংবা অফ করতে গিয়ে ঘটনাটি ঘটে। তার দুই হাত, পা ও কপালের একাংশ এবং চুলসহ ৩৫ শতাংশ বার্ন হয়ে যায়।’
নির্মাতা রাহাত আরও জানান, ‘রোববার ডাক্তার অনেকগুলো পরীক্ষা দিয়েছেন। সেগুলোর ফলাফলের পর বলা যাবে পরিস্থিতি কেমন। হাসপাতালে প্রায় একমাস থাকতে হবে তাকে। আর সম্পূর্ণ সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরতে প্রায় ১ বছর লাগবে বলে ডাক্তার জানিয়েছেন।’
চট্টগ্রামে বেড়ে ওঠা আঁখির মঞ্চে যাত্রা ‘অরিন্দম নাট্য সম্প্রদায়’ এর মধ্য দিয়ে। পরে টিভি নাটকে কাজ করে আলোচনায় আসেন তিনি।
© সমকাল ২০০৫ - ২০২৩
সম্পাদক : মোজাম্মেল হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ
টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com