মন্ত্রীর দায়িত্ব নিতে বিপিএল ছাড়লেন ওয়াহাব রিয়াজ

প্রকাশ: ২৯ জানুয়ারি ২৩ । ১৯:০২ | আপডেট: ২৯ জানুয়ারি ২৩ । ২০:৪৪

স্পোর্টস ডেস্ক

পাকিস্তানি পেসার ওয়াহাব রিয়াজ

বিপিএল চলাকালীন পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের ক্রীড়ামন্ত্রীর দায়িত্ব পান ওয়াহাব রিয়াজ। অন্তর্বর্তীকালীন এই দায়িত্ব বুঝে নিতে সময়মতো দেশে ফিরতে হত পাকিস্তানের এই তারকা পেসারকে। তাই খুলনা টাইগার্স ছেড়ে পাকিস্তানের উদ্দেশ্যে উড়াল দিয়েছেন ওয়াহাব রিয়াজ। দেশে ফেরার বিষয়টি এক টুইট বার্তায় নিজেই নিশ্চিত করেন ওয়াহাব।

দেশে ফেরার আগে বিপিএলের দল খুলনা টাইগার্সকে শুভকামনা জানান তিনি। এছাড়া দলের সিনিয়র ক্রিকেটার তামিম ইকবাল ও কোচ খালেদ মাহমুদ সুজনকে ধন্যবাদ দেন এই পাকিস্তানি পেসার। টুইট বার্তায় উল্লেখ করেন, দলটিতে থাকা পাকিস্তানি সতীর্থ আজম খানকে মিস করবেন।

বিপিএলে দারুণ ছন্দে ছিলেন দীর্ঘ দুই বছর ধরে আন্তর্জাতিক ক্রিকেট থেকে দূরে থাকা ওয়াহাব রিয়াজ। সাত ম্যাচে ৬.৯০ ইকোনমিতে ১৩ উইকেট শিকার করেন। টুর্নামেন্টের সর্বোচ্চ উইকেট শিকারির তালিকায় সবার শীর্ষে আছে তার নাম।

দলটিতে তার বদলি কে হবেন, তা এখনও জানা যায়নি। বিপিএলের এবারের আসরে সাত ম্যাচে ২ জয়ে ৪ পয়েন্ট নিয়ে টেবিলের ৫ নম্বরে আছে খুলনা টাইগার্স। দলকে জেতাতে না পারলেও ওয়াহাব রিয়াজ বল হাতে ছিলেন উজ্জ্বল।

© সমকাল ২০০৫ - ২০২৩

সম্পাদক : মোজাম্মেল হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ

টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com