
চট্টগ্রামের বিতর্কিত সাবেক ছাত্রলীগ নেতা লিমনের জামিন
প্রকাশ: ২৯ জানুয়ারি ২৩ । ১৯:৪৪ | আপডেট: ২৯ জানুয়ারি ২৩ । ২০:০৭
চট্টগ্রাম ব্যুরো

সাবেক ছাত্রলীগ নেতা সাইফুল আলম লিমন
চট্টগ্রাম সরকারি কলেজ ও মহসিন কলেজ ছাত্রলীগের কমিটি নিয়ে বিরোধের জেরে ককটেল বিস্ফোরণ ও ভাঙচুর মামলার আসামি বিতর্কিত সাবেক ছাত্রলীগ নেতা সাইফুল আলম লিমন জামিন পেয়েছেন।
চট্টগ্রাম মহানগর দায়রা জজ ড. বেগম জেবুননেছার আদালত রোববার তার জামিন মঞ্জুর করেন। মামলা হওয়ার পর থেকে লিমন পলাতক ছিলেন।
চট্টগ্রাম মহানগর পিপি অ্যাডভোকেট আবদুর রশিদ সমকালকে বলেন, ভাঙচুর মামলার আসামি লিমনের বিরুদ্ধে মামলায় সুনির্দিষ্ট কোনো অভিযোগ নেই। সুনির্দিষ্ট অভিযোগ না থাকায় আদালত তাকে জামিন দিয়েছেন।
তিনি আরও জানান, রাষ্ট্রপক্ষ থেকেও সুনির্দিষ্ট অভিযোগ না থাকায় তার জামিনের কঠোর বিরোধিতা করা হয়নি।
দীর্ঘ ৩৪ বছর পর ২০১৮ সালের ১৯ সেপ্টেম্বর চট্টগ্রাম সরকারি কলেজ ও মহসিন সরকারি ছাত্রলীগের কমিটি গঠন করা হয়। কিন্তু কমিটি পেয়েই বিক্ষোভে নামে তিনভাগে বিভক্ত কলেজ ছাত্রলীগ। এ সময় তারা সংঘর্ষ ও ভাঙচুরে লিপ্ত হওয়ার পাশাপাশি সড়ক অবরোধ ও ককটেল বিস্ফোরণ করেন।
ভাঙচুর, সংঘর্ষ ও ককটেল বিস্ফোরণের ঘটনায় নগরের চকবাজার থানায় মামলা হয়। সেই মামলার তদন্ত শেষে ২০২২ সালের ১৮ জুলাই ১৪ জনকে অভিযুক্ত করে চার্জশিট দাখিল করে পুলিশ। সেই চার্জশিটে আসামি হিসেবে সাবেক ছাত্রলীগ নেতা সাইফুল আলম লিমনকে অভিযুক্ত করা হয়।
লিমনের বিরুদ্ধে সিআরবি জোড়া খুনসহ একাধিক মামলা রয়েছে। এক সময় পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসীও ছিলেন তিনি। চট্টগ্রাম মহানগর রাজনীতিতে লিমন নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দিনের অনুসারী হিসেবে পরিচিত।
© সমকাল ২০০৫ - ২০২৩
সম্পাদক : মোজাম্মেল হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ
টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com