ঘুষের বিনিময়ে গ্যাস সংযোগ, দুদকের অভিযান

প্রকাশ: ২৯ জানুয়ারি ২৩ । ১৯:৫৮ | আপডেট: ২৯ জানুয়ারি ২৩ । ২০:০৩

সমকাল প্রতিবেদক

ঘুষের বিনিময়ে সিএনজি ফিলিং স্টেশনে গ্যাস সরবরাহ করছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানির কতিপয় অসাধু কর্মকর্তা। রোববার দুদক প্রধান কার্যালয়ের এনফোর্সমেন্ট টিম অভিযান চালিয়ে ওই অনিয়ম ও দুর্নীতির তথ্য পেয়েছে।

দুদক সূত্র জানায়, এনফোর্সমেন্ট টিমের সদস্যরা অভিযানে অভিযোগ সংক্রান্ত নানা কাগজপত্র সংগ্রহ করেছেন। এনফোর্সমেন্ট টিমের অনুসন্ধান থেকে জানা গেছে, দেশে মোট ৫টি গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানির ৪৩টি সিএনজি স্টেশন রয়েছে। 

এর মধ্যে তিতাস গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানির ২১ টি সিএনজি স্টেশনের বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের লাইসেন্স নেই। ইতিমধ্যে ১১টির সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।

আরও অভিযান

বাগেরহাটের আঞ্চলিক পাসপোর্ট অফিসের কর্মকর্তাদের বিরুদ্ধে পাসপোর্ট সেবা প্রদানে গ্রাহক হয়রানি এবং দালাদের মাধ্যমে ঘুষ দাবির অভিযোগের প্রেক্ষিতে দুদকের এই জেলা কার্যালয় থেকে অভিযান চালানো হয়। এ সময় টিমের সদস্যরা ছদ্মবেশে একজন দালালকে হাতেনাতে গ্রেফতার করেন। মোবাইল কোর্টের মাধ্যমে তার জেল ও জরিমানা করা হয়।

একই দিনে কিশোরগঞ্জ সদরে সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ ও হাসপাতালে ডাক্তারদের বিরুদ্ধে হাসপাতালে আগত রোগীদের চিকিৎসা সেবা প্রদানে অবহেলা ও অফিস সময়ে ব্যক্তিগত চেম্বারে রোগীদের চিকিৎসাসেবা প্রদানের অভিযোগে অভিযান পরিচালনা করা হয়। দুদকের কিশোরগঞ্জ জেলা কার্যালয় থেকে অভিযান চালানো হয়।

অভিযানকালে টিমের সদস্যরা সাধারণ সেবা গ্রহীতা ও দর্শনার্থীর ছদ্মবেশে হাসপাতালের আউটডোর ও বিভিন্ন ওয়ার্ডে গিয়ে সেবা প্রার্থীদের সঙ্গে কথা বলেন। এ সময় রোগীরা হাসপাতাল থেকে পর্যাপ্ত ওষুধ পাওয়া, নার্সদের স্বেচ্ছাচারিতাসহ নানা অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়া যায়। সেবা নিয়ে হাসপাতালের পরিচালকের সঙ্গে টিমের সদস্যরা কথা বললে পরিচালক কিছু অভিযোগ স্বীকার করেন এবং দ্রুত সেবার মান উন্নয়নে প্রতিশ্রুতি দেগন।


© সমকাল ২০০৫ - ২০২৩

সম্পাদক : মোজাম্মেল হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ

টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com