
রিজওয়ানার গাড়িতে হামলা: কাউন্সিলর জসিমসহ ৬ জনের জামিন
প্রকাশ: ২৯ জানুয়ারি ২৩ । ২০:১২ | আপডেট: ২৯ জানুয়ারি ২৩ । ২০:১২
চট্টগ্রাম ব্যুরো

ফাইল ছবি
জামিন পাওয়া আসামিরা হলেন আওয়ামী লীগ নেতা ও চট্টগ্রাম সিটি করপোরেশনের ৯ নম্বর উত্তর পাহাড়তলী ওয়ার্ডের কাউন্সিলর জহুরুল আলম ওরফে জসিম, মো. হৃদয়, আবু নোমান প্রকাশ কালা নোমান, সাইফুদ্দিন ভুইয়া, আনিস চৌধুরী রাজন ও শাকিল।
মামলার তদন্ত কর্মকর্তা ও চট্টগ্রাম নগরীর আকবর শাহ থানার উপপরিদর্শক (এসআই) জাহেদ উল্লাহ জামান সমকালকে বলেন, ৭ আসামির মধ্যে ৬ জন জামিন পেয়েছে বলে শুনেছি। এখনও কোনো কাগজ হাতে পাইনি।
কোর্ট পুলিশের এএসআই আহসান বলেন, আসামি কাউন্সিলর জসিমসহ ৫ আসামি আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন। উভয়পক্ষের শুনানি শেষে আদালত তাদের জামিন মঞ্জুর করেন। এ ছাড়া এ মামলায় গ্রেপ্তার হওয়া আবু নোমানেরও জামিন হয়েছে।
প্রসঙ্গত, গত ২৬ জানুয়ারি চট্টগ্রাম নগরের আকবরশাহ থানা এলাকার ৯নং উত্তর পাহাড়তলীর সুপারি বাগান এলাকায় রিজওয়ানা হাসানকে অবরুদ্ধ করে রাখা এবং তার গাড়ি লক্ষ্য করে ঢিল ছোড়া হয়। এ সময় তার সঙ্গে থাকা বেলার কর্মকর্তা ও সাংবাদিকদের সঙ্গে দুর্ব্যবহার করা হয়। তাদের বহনকারী গাড়িটিও আটকে রাখা হয়েছিল। পরে পুলিশ এসে গাড়িটি ছাড়িয়ে নেয়।
রিজওয়ানার অভিযোগ, চট্টগ্রাম সিটি করপোরেশনের ৯ নম্বর উত্তর পাহাড়তলী ওয়ার্ডের কাউন্সিলর জহুরুল আলম ওরফে জসিমের নেতৃত্বে এই ঘটনা ঘটেছে। তবে কাউন্সিলর জহুরুল আলম এসব অভিযোগ অস্বীকার করেছেন।
এ ঘটনায় রিজওয়ানা হাসান বাদী হয়ে আকবরশাহ থানায় মামলা দায়ের করেছেন। মামলার এজাহারে অভিযোগ করা হয়, কাউন্সিলর জসিম ও তার সঙ্গপাঙ্গ রিজওয়ানা হাসানের ভাড়া করা গাড়িটি সিটি করপোরেশনের লেকসিটি আবাসিকের প্রধান গেটে আটকে দেয়। এ সময় তারা দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে জোরপূর্বক গাড়িটিকে লেকসিটি আবাসিকের অফিসে নিয়ে যায়। একপর্যায়ে তারা গাড়িটিকে ছাড়া হবে না বলে হুমকি প্রদর্শন করতে থাকে। খবর পেয়ে থানা থেকে পুলিশ এসে লেকসিটি আবাসিকের প্রধান গেটের সামনে থেকে গাড়িসহ চালককে উদ্ধার করে। এরপর গাড়িতে উঠে চলে যাওয়ার সময় তাদের লক্ষ্য করে ইটপাটকেল ছোড়া হয়।
এদিকে কাউন্সিলর জহুরুলের দাবি, তাদের লোকজন সেখানে ছিলেন; কিন্তু কাউকে ঢিল ছোড়ার বিষয়টি তার জানা নেই। পরিদর্শনে আসা বেলার প্রতিনিধিদলের সদস্যদের সঙ্গে তিনি কথা বলতে গিয়েছিলেন।
© সমকাল ২০০৫ - ২০২৩
সম্পাদক : মোজাম্মেল হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ
টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com