
বগুড়া-৬ উপনির্বাচন
নৌকার পক্ষে দেড় হাজার বাইক নিয়ে শোডাউন
আচরণবিধি লঙ্ঘনেও নিশ্চুপ প্রশাসন
প্রকাশ: ২৯ জানুয়ারি ২৩ । ২০:৪৫ | আপডেট: ২৯ জানুয়ারি ২৩ । ২০:৪৫
বগুড়া ব্যুরো

প্রায় দেড় হাজার মোটরসাইকেল নিয়ে শোডাউন করেছে জেলা যুবলীগ। ছবি- সমকাল
স্থানীয়রা জানান, শহরে মোটরসাইকেলের বিশাল শোডাউন চলাকালে ব্যাপক যানজটের সৃষ্টি হয়। গোটা শোডাউনের আয়োজক যুবলীগ হলেও সেখানে আওয়ামী লীগ, ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের অনেক নেতাকর্মীকে অংশ নিতে দেখা যায়। এদিন সকালেই বিভিন্ন এলাকা থেকে আওয়ামী লীগ ও দলের অঙ্গ সংগঠনের নেতাকর্মী আলতাফুননেছা মাঠে জড়ো হতে থাকেন। দুপুর ১২টায় শোডাউনের আগে নৌকা মার্কার প্রার্থী রাগেবুল আহসান রিপু সেখানে উপস্থিত হয়ে নেতাকর্মীর উদ্দেশে বক্তব্য দেন।
এর পর শোডাউন করা হয়। শোডাউনে নেতৃত্ব দেন জেলা যুবলীগ সভাপতি শুভাশিষ পোদ্দার লিটন। তাঁর সঙ্গে দেখা যায় জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম মোহনকে। তবে শোডাউনে নৌকার প্রার্থী রাগেবুল আহসান রিপুকে দেখা যায়নি।
এ বিষয়ে জেলা যুবলীগ সভাপতি শুভাশিষ পোদ্দার লিটন বলেন, রোববার প্রচারণার শেষ দিন বিধায় মোটরসাইকেল নিয়ে বিভিন্ন এলাকায় ভোট চাইতে যাওয়া হয়। এটা আচরণবিধির লঙ্ঘন কিনা- জানি না।
একই বিষয়ে জানতে নৌকার প্রার্থী রাগেবুল আহসান রিপুর সঙ্গে ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি সাড়া দেননি।
এদিকে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে এমন শোডাউন করা হলেও প্রশাসনের তরফ থেকে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। জেলা প্রশাসনের পক্ষ থেকে ১০ জন নির্বাহী ম্যাজিস্ট্রেটকে দুই আসনে আচরণবিধি লঙ্ঘন বিষয়ে খোঁজ রাখতে নিয়োজিত করা হলেও এ ক্ষেত্রে তাঁদের ভূমিকা ছিল নীরব।
বিষয়টি নিয়ে জেলা নির্বাচন কর্মকর্তা ও বগুড়া-৬ উপনির্বাচনের সহকারী রিটার্নিং অফিসার মাহামুদ হাসান সমকালকে বলেন, এমন শোডাউন করে থাকলে তাতে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করা হয়েছে। এ বিষয়ে খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। আচরণবিধি লঙ্ঘন বিষয়ে কথা বলা হবে নিয়োজিত ম্যাজিস্ট্রেটদের সঙ্গেও।
© সমকাল ২০০৫ - ২০২৩
সম্পাদক : মোজাম্মেল হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ
টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com