মেলায় দোকান বসানো নিয়ে ছাত্রলীগের দু'পক্ষে সংঘর্ষে আহত ১২

প্রকাশ: ২৯ জানুয়ারি ২৩ । ২২:০৭ | আপডেট: ২৯ জানুয়ারি ২৩ । ২২:০৭

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

প্রতীকী ছবি

নারায়ণগঞ্জের রূপগঞ্জে একটি আনন্দমেলায় দোকান বসানো নিয়ে দ্বন্দ্বের জেরে ছাত্রলীগের দু'পক্ষের সংঘর্ষে ১২ জন আহত হয়েছেন।

আজ রোববার দুপুরে উপজেলার গোলাকান্দাইল হাটে এ সংঘর্ষ হয়। এ সময় ধাওয়া-পাল্টা ধাওয়া, ককটেল বিস্ম্ফোরণে মেলার ব্যবসায়ী ও দর্শনার্থীর মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, ভূলতা ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি ওমর ফারুকের লোকজন দুপুরে ওই মেলায় একটি দোকান বসাতে যান। এতে বাধা দেন গোলাকান্দাইল ইউনিয়ন ছাত্রলীগ নেতা ইমন হাসান পক্ষের লোকজন। এ সময় তাঁরাও একটি দোকান বসাতে যান। এ নিয়ে দু'পক্ষের মধ্যে শুরুতে কথা কাটাকাটি ও পরে হাতাহাতি হয়।

মেলা আয়োজক কমিটির নেতারা সংবাদ পেয়ে দু'পক্ষকেই দোকান বসাতে মানা করেন। এতে ক্ষিপ্ত হয়ে ছাত্রলীগের ওই দুটি পক্ষের নেতাকর্মীরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এ সময় বেশ কয়েকটি ককটেলের বিস্ম্ফোরণ ঘটে। ধাওয়া-পাল্টা ধাওয়ায় মেলা প্রাঙ্গণে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

দুই দফায় সংঘর্ষে উভয়পক্ষের অন্তত ১২ জন আহত হন। তাঁদের মধ্যে ভূলতা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ওমর ফারুক ও ছাত্রলীগ নেতা আবদুল রাজ্জাককে গুরুতর অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) ভর্তি করা হয়েছে।

ওমর ফারুকের ভাষ্য, 'আমরা মেলায় একটি দোকান বসাতে যাই। স্থানীয় যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা এ সময় আমাদের লোকজনের ওপর অতর্কিত হামলা করে। এতে অন্তত ১০ জন আহত হয়েছেন।'

পাল্টা অভিযোগ করে ইমন হাসান বলেন, 'আমরা দোকান বসাতে গেলে ওমর ফারুক ও তাঁর লোকজন অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে হামলা চালায়।'

জানা গেছে, দীর্ঘদিন বন্ধ থাকার পর এ বছর মেলা আয়োজনের অনুমতি দেয় প্রশাসন। স্থানীয় স্বেচ্ছাসেবক লীগ ও যুবলীগ নেতাদের নিয়ে আয়োজক কমিটি গঠিত হয়েছে। ওই কমিটির পক্ষে গোলাকান্দাইল ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক আল আমিন বলেন, গোলাকান্দাইল আনন্দমেলাটি এলাকার ঐহিত্য। দীর্ঘ সময় পর এ বছর মেলাটি চালু হয়েছে। ছাত্রলীগের দু'পক্ষের দ্বন্দ্বের কারণে রোববার দুপুরে মেলা সাময়িক বন্ধ ছিল। পরে কমিটির পক্ষ থেকে আবার মেলাটি চালু করা হয়।

ভূলতা পুলিশ ফাঁড়ির ইনচার্জ মুস্তাফিজুর রহমান বলেন, ছাত্রলীগের দু'পক্ষের মারামারির সংবাদ পেয়ে পুলিশ সদস্যরা তাৎক্ষণিক ঘটনাস্থলে যান। তাঁরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফয়সাল হক বলেন, মেলা আয়োজনের জন্য জুয়া, যাত্রাপালা, হাউজিসহ অন্যায়মূলক কর্মকাণ্ড না করার শর্ত দেওয়া হয়েছে। সংঘর্ষের বিষয়ে খোঁজ নিয়ে ব্যবস্থা নেবেন।

© সমকাল ২০০৫ - ২০২৩

সম্পাদক : মোজাম্মেল হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ

টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com