৩ বছরেও রেকর্ড ভাঙেনি, বিটিএসের চেয়েও বেশিবার বাজে তার গান

প্রকাশ: ২৯ জানুয়ারি ২৩ । ২২:১৪ | আপডেট: ২৯ জানুয়ারি ২৩ । ২২:১৪

বিনোদন ডেস্ক

অলকা ইয়াগনিক। ভারতের একজন জনপ্রিয় গায়িকা। বাংলাদেশের সিনেমার অনেক গানেও কণ্ঠ রয়েছে তার। বর্তমান প্রজন্মের অনেকেই হয়তো এই শিল্পীকে অতটা চিনবেন না। তবে যারা চেনেন তারা তার জনপ্রিয়তাকেও অনুভব করবেন। 

যে সময়ে দুনিয়াব্যাপী ব্যান্ড বিটিএসের ফ্যান হুর হুর করে বাড়ছে।এই ব্যান্ডের নতুন গান বের হলেই হুলস্থুল লেগে যায় ঠিক সময়েই কোরিয়ান ব্যান্ড বিটিএস-কে পেছনে ফেলে ২০২২ সালে বিশ্বব্যাপী ইউটিউবের সর্বাধিক স্ট্রিম করা শিল্পীর খেতাব পেলেন অলকা। ২০২২ সালের ‘মোস্ট স্ট্রিমড অ্যাক্ট অন ইউটিউব’ । ২০২২ সালে ইউটিউবে সবচেয়ে বেশিবার বেজেছে ৫৬ বছর বয়সী এই গায়িকার গান । 

গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের তথ্য অনুযায়ী, গত বছর অলকা ইয়াগনিকের গান বেজেছে ১৫.৩ বিলিয়ন বার। অর্থাৎ প্রতিদিন গড়ে ৪২ মিলিয়ন বার বেজেছে তার গান। ঐ বছর ৭.৯৫ বিলিয়ন বার বেজেছে বিটিএস-এর গান। 

সবচেয়ে বেশিবার স্ট্রিম হওয়া গায়কদের এ তালিকায় সেরা পাঁচের বাকি তিনজনও ভারতীয়। তারা হলেন উদিত নারায়ণ (১০.৮ বিলিয়ন), অরিজিৎ সিং (১০.৭ বিলিয়ন) ও কুমার শানু (৯.০৯ বিলিয়ন)। 

গত তিন বছর ধরেই এই রেকর্ড নিজে ধরে রেখেছেন অলকা ইয়াগনিক। ২০২০ সালে তার গান বেজেছিল ১৬.৬ বিলিয়ন বার। ২০২১ সালে সেটা ছিল ১৭ বিলিয়ন। গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের প্রতিবেদনে অলকা ইয়াগনিককে বলিউডের সবচেয়ে আইকনিক কণ্ঠ বলা হয়েছে।

সেরা নারী প্লেব্যাক সিঙ্গার হিসেবে অগুনতিবার ফিল্মফেয়ার পুরষ্কারে সম্মানিত হয়েছেন অলকা। মাত্র ৬ বছর বয়েসে অল ইন্ডিয়া রেডিওতে গান গেয়ে ক্যারিয়ার শুরু করেন এ শিল্পী। এখন পর্যন্ত ২০ হাজারের বেশি গান রেকর্ড করেছেন। 

কলকাতায় জন্ম হলেও, মূলত হিন্দি গান গেয়েই খ্যাতি পেয়েছেন অলকা। তার সবথেকে জনপ্রিয় গানগুলি মধ্যে হল- 'লাল দোপাট্টা', 'দিল লাগা লিয়া', 'কাহো না পেয়ার হ্যায়', 'কাভি আলভিদা না কেহনা' প্রমুখ। 

'ভয়েস অফ ইন্ডিয়া', 'সা রে গা মা পা লিটল চ্য়াম্প'-এর মত ভারতের জনপ্রিয় কিছু রিয়ালিটি শো'র বিচারকের আসনে দেখা গিয়েছে অলকাকে।

 

© সমকাল ২০০৫ - ২০২৩

সম্পাদক : মোজাম্মেল হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ

টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com