
বেলজিয়ামকে হারিয়ে হকিতে বিশ্বসেরা জার্মানি
প্রকাশ: ২৯ জানুয়ারি ২৩ । ২২:৩২ | আপডেট: ২৯ জানুয়ারি ২৩ । ২২:৩২
স্পোর্টস ডেস্ক
-samakal-63d69fb926c9f.jpg)
ছবি- এএফপি
বেলজিয়ামকে হারিয়ে হকি বিশ্বকাপের চ্যাম্পিয়ন এখন জার্মানি। ভারতের ভুবনেশ্বরে রুদ্ধশ্বাস ফাইনালে বেলজিয়ামকে শুটআউটে ৫-৪ গোলে হারায় জার্মানরা। নির্ধারিত সময়ে ৩-৩ গোলে সমতায় হলে ম্যাচ গড়ায় শুটআউটে। সেখানেই বাজিমাত করে জার্মানি দল।
এর আগের আসরের চ্যাম্পিয়ন দল বেলজিয়াম। তাই শিরোপা ধরে রাখতে ৯ মিনিটে ফন ওবেল ফ্লোরেন্ত ও ১০ মিনিটে কোসাইন্স টাঙ্গির গোলে চালকের আসনে বসে বেলজিয়াম। এরপর জেগে ওঠে জার্মানরা। ২৮ মিনিটে জার্মানিকে প্রথম গোল এনে দেন ভেলেন নিকোলাস। ৪০ মিনিটে সমতায় ফেরান গনসালো পেইলাত।
৪৭ মিনিটে জার্মানিকে এগিয়ে নেন গ্রামবুশ মাটস। খেলা শেষ হতে দুই মিনিটের খেলা বাকি থাকতে বুন টম সমতা ফেরালে ম্যাচের ভাগ্য গড়ায় শুটআউটে। সেখানেই জিতে যায় জার্মানি। টাইব্রেকারে জার্মানি পাঁচটি শটেই গোল পেয়েছে। বেলজিয়াম চারটিতে গোল পেলেও একটিতে ব্যর্থ হয়েছে।
এই নিয়ে তৃতীয়বার হকির বিশ্বকাপ ঘরে তুলল জার্মানি। ২০০২ সালে অস্ট্রেলিয়াকে হারিয়ে প্রথমবার বিশ্বচ্যাম্পিয়ন হয়। ২০০৬ সালেও অস্ট্রেলিয়াকে হারিয়ে দ্বিতীয়বার খেতাব জেতে জার্মানি।
© সমকাল ২০০৫ - ২০২৩
সম্পাদক : মোজাম্মেল হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ
টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com