স্ত্রীকে গলা কেটে হত্যার পর পালালেন স্বামী

প্রকাশ: ২৯ জানুয়ারি ২৩ । ২২:৪৯ | আপডেট: ২৯ জানুয়ারি ২৩ । ২২:৪৯

গাজীপুর প্রতিনিধি

গাজীপুরে গলাকাটা অবস্থায় আরজিনা এলাইচ লিজা (৩০) নামে এক পোশাক শ্রমিককে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পর তার মৃত্যু হয়েছে। আজ রোববার ভোরে মহানগরের বাইমাইল এলাকার ভাড়া বাসা থেকে তাঁকে কোনাবাড়ীর একটি হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল হাসপাতালে পাঠানো হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঘটনার পর থেকে পলাতক তাঁর স্বামী মাসুদ রানা। পুলিশের ধারণা, শনিবার রাতের কোনো এক সময় স্ত্রীর গলা কেটে সে পালিয়ে যায়।

লিজা টাঙ্গাইলের গোপালপুর উপজেলার আলমনগর এলাকার আনছার আলীর মেয়ে। স্বামী মাসুদ রানার বাড়িও একই এলাকায়। কোনাবাড়ী বাইমাইলের আলাউদ্দিন চান্দু মিয়ার বাসায় ভাড়ায় থাকতেন তাঁরা। তাঁদের দুই ছেলে থাকে নানাবাড়িতে।

পুলিশ জানায়, লিজা তুসুকা নামে একটি পোশাক কারখানায় কর্মরত ছিলেন। মাসুদ রানা পেশায় রংমিস্ত্রি হলেও প্রায়ই বেকার থাকত। নেশা করারও অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। পারিবারিক নানা বিষয় নিয়ে দ্বন্দ্বের জেরে স্ত্রীকে হত্যার পর মাসুদ পালিয়ে গেছে বলে তাদের ধারণা।

কোনাবাড়ী থানার ওসি এ কে এম আশরাফ উদ্দিন বলেন, মাসুদকে গ্রেপ্তারে পুলিশের একাধিক দল কাজ করছে। নিহতের ভাই হেলাল উদ্দিন বাদি হয়ে হত্যা মামলা করেছেন। ময়নাতদন্তের পর লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

© সমকাল ২০০৫ - ২০২৩

সম্পাদক : মোজাম্মেল হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ

টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com