বইমেলায় স্টল বরাদ্দ পাচ্ছে না ‘আদর্শ’

প্রকাশ: ২৯ জানুয়ারি ২৩ । ২৩:৩৬ | আপডেট: ২৯ জানুয়ারি ২৩ । ২৩:৫৯

সমকাল প্রতিবেদক

অমর একুশে বইমেলায় প্রকাশনা সংস্থা ‘আদর্শ’ স্টল বরাদ্দ পাচ্ছে না। বাংলা একাডেমি বইমেলা পরিচালনা কমিটির সভায় এ সিদ্ধান্ত হয়েছে।

রোববার রাতে বাংলা একাডেমির প্রশাসন, মানবসম্পদ উন্নয়ন ও পরিকল্পনা বিভাগের পরিচালক ও অমর একুশে বইমেলা ২০২৩-এর সদস্য সচিব এ কে এম মুজাহিদুল আলম সাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়। 

আদর্শ প্রকাশনীর স্বত্তাধিকারী মাহাবুবুর রহমান বরাবর পাঠানো চিঠিতে বলা হয়- রোববার বিকেল ৫টায় অমর একুশে বইমেলা পরিচালনা কমিটির জরুরি সভায় অপনার ২৪ জানুয়ারির আবেদন উপস্থাপন হয়। সবদিক বিবেচনা করে অমর একুশে বইমেলা পরিচালনা কমিটি সর্বসম্মতিক্রমে আপনাদের প্রকাশনা সংস্থা ‘আদর্শ’ এর অনুকূলে স্টল বরাদ্দ প্রদান না করার পূর্বের সিদ্ধান্ত বহাল রেখেছে। 

এর আগে ফাহাম আবদুস সালামের ‘বাঙালির মিডিয়োক্রিটির সন্ধানে’ বইটি নীতিমালা অনুযায়ী প্রদর্শন ও বিক্রিতে আপত্তি তুলে আদর্শ প্রকাশনাকে স্টল বরাদ্দ দেওয়া হবে না বলে জানিয়েছিল বাংলা একাডেমি। 

আদর্শর বলছে, ফাহাম আবদুস সালামের 'বাঙালির মিডিয়োক্রিটির সন্ধানে' বইটি প্রদর্শন ও বিক্রি করবে না তারা। এর বিনিময়ে স্টল বরাদ্দের বিষয়টি পুনর্বিবেচনা করতে গত মঙ্গলবার বাংলা একাডেমির কাছে আবেদন করেন আদর্শের স্বত্বাধিকারী মাহাবুবুর রহমান। রোববারের সভায় সেই বিষয়টিসহ মেলার আরও কিছু বিষয় আলোচ্য সূচিতে। 

 স্টল বরাদ্দের পুনর্বিবেচনার আবেদনে আদর্শ বলেছে, 'বাঙালির মিডিয়োক্রিটির সন্ধানে' বইটি নিয়ে বিতর্ক ওঠায় স্টল বরাদ্দ ও লটারি তালিকা থেকে বাদ দেওয়া হয়। লেখক-পাঠকের বৃহত্তর স্বার্থ বিবেচনায় বইটি মেলায় প্রদর্শন ও বিক্রি থেকে বিরত থাকবে এবং মেলার নীতিমালা অনুসরণ করবে আদর্শ। সেই সঙ্গে বইমেলার নীতিমালা নিয়ে আপত্তি জানিয়ে আবেদনপত্রে বলা হয়, তারা আশা করে বইমেলা কমিটির সদস্যরা পরবর্তী সময়ে নীতিমালা পুনর্বিবেচনা করবেন। অমর একুশে বইমেলা এবং বাংলা একাডেমির সুনাম ও গ্রহণযোগ্যতা সর্বস্তরের জনমানুষের মধ্যে অক্ষুণ্ণ থাকুক। অতএব, আবেদন গ্রহণ করে আদর্শকে প্যাভিলিয়ন বরাদ্দ দেওয়ার অনুরোধ জানানো হলো। 

এর আগে শুক্রবার সন্ধ্যায় অমর একুশে বইমেলার সদস্য সচিব কে এম মুজাহিদুল ইসলাম সমকালকে বলেন, আদর্শের প্রতি আমার সহানুভূতি রয়েছে। কিন্তু আমি কিংবা মহাপরিচালক চাইলেই হবে না। আদর্শের স্টল বরাদ্দের বিষয়টি আগে ৩১ সদস্যের কমিটির মাধ্যমে চূড়ান্ত হয়েছিল। আবার নতুন করে সিদ্ধান্ত নিতে হলে সব সদস্যকে নিয়ে সভা করতে হবে। 

এদিকে  ‘আদর্শ’র স্টল বরাদ্দ বাতিলের প্রতিবাদে লেখক, প্রকাশক ও বিশিষ্টজন বিভিন্ন কর্মসূচি পালন করে আসছেন। গতকাল গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে আদর্শ প্রকাশনার ৫৩ লেখক প্রকাশনা সংস্থাটিকে ১ ফেব্রুয়ারির আগেই স্টল বরাদ্দ দেওয়ার দাবি জানিয়েছেন। 



© সমকাল ২০০৫ - ২০২৩

সম্পাদক : মোজাম্মেল হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ

টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com