
ট্রলার আটকের প্রতিবাদে টেকনাফ স্থলবন্দরে কর্মবিরতি
প্রকাশ: ২৯ জানুয়ারি ২৩ । ২৩:৪৯ | আপডেট: ৩০ জানুয়ারি ২৩ । ০১:১৮
টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি

টেকনাফ স্থলবন্দর
মিয়ানমার থেকে আসা পণ্যবাহী ট্রলার আটকের প্রতিবাদে কর্মবিরতি পালন করছেন কক্সবাজারের টেকনাফ স্থলবন্দরের ব্যবসায়ীরা। রোববার সকাল থেকে কার্গো ট্রলার ও জাহাজ থেকে পণ্য ওঠানামা বন্ধ রয়েছে।
টেকনাফ-২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শেখ খালিদ মোহাম্মদ ইফতেখার জানান, গত বৃহস্পতিবার চোরাচালানের অভিযোগে মিয়ানমার থেকে আসা পণ্যবাহী ট্রলার নাফ নদে জব্দ করে বিজিবি। এ সময় চারজনকে আটক করে অনুপ্রবেশের মামলা দিয়ে থানায় হস্তান্তর করা হয়। কাস্টমস কর্তৃপক্ষের উপস্থিতিতে ৫৭৪ বস্তা সুপারিসহ ট্রলারটি জব্দ করে টেকনাফ শুল্ক গুদামে জমা দেওয়া হয়েছে।
এর প্রতিবাদে ব্যবসায়ী, আমদানি প্রতিষ্ঠানসহ সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশন বন্দরে কর্মবিরতি পালন করেছে। মিয়ানমার থেকে টেকনাফ স্থলবন্দরে আসা পণ্যবাহী কার্গো ও ট্রলার খালাস বন্ধ রয়েছে। এ ঘটনায় বিকেলে স্থলবন্দর কর্তৃপক্ষের কার্যালয়ে বৈঠক হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুজ্জামান বলেন, কর্মবিরতির খবর পেয়ে বন্দর কর্তৃপক্ষ, কাস্টমস ও ব্যবসায়ীদের নিয়ে রোববার বিকেলে জরুরি বৈঠকে বসেন। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে এ ধরনের ঘটনা আর ঘটবে না বলে ব্যবসায়ীদের আশ্বস্ত করা হয়েছে।
বৈঠক শেষে কক্সবাজার-৪ আসনের সাবেক এমপি আব্দুর রহমান বদি বলেন, একটি চক্রের ষড়যন্ত্রের কারণে সৃষ্ট সমস্যায় সরকার কোটি টাকার রাজস্ব হারাচ্ছে। সমস্যা সমাধানের চেষ্টা চলছে।
স্থলবন্দর সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক এহতেশামুল হক বাহাদুর জানান, বিশেষ ব্যবস্থায় পচনশীল পণ্য খালাস চলছে, বাকি সব কার্যক্রম বন্ধ।
স্থলবন্দর পরিচালনাকারী বেসরকারি প্রতিষ্ঠান ইউনাইটেড ল্যান্ড পোর্ট টেকনাফ লিমিটেডের মহাব্যবস্থাপক জসিম উদ্দিন চৌধুরী বলেন, এ বিষয়ে পরে বিস্তারিত জানানো হবে।
© সমকাল ২০০৫ - ২০২৩
সম্পাদক : মোজাম্মেল হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ
টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com