জ্যোতি বসুর পৈতৃক বাড়ি এখন 'বারদী পর্যটন কেন্দ্র'

প্রকাশ: ২৯ জানুয়ারি ২৩ । ২৩:৫৪ | আপডেট: ২৯ জানুয়ারি ২৩ । ২৩:৫৪

সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

সোনারগাঁওয়ের বারদী চৌধুরীপাড়া গ্রামে পর্যটন কেন্দ্রের উদ্বোধন করা হয় - সমকাল

ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের সাবেক মুখ্যমন্ত্রী জ্যোতি বসুর পৈতৃক বাড়িতে উদ্বোধন হয়েছে 'বারদী পর্যটন কেন্দ্র'। রোববার বিকেলে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার বারদী চৌধুরীপাড়া গ্রামে এর উদ্বোধন করা হয়।

এতে প্রধান অতিথি ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব মোকাম্মেল হোসেন। তিনি বলেন, এ পর্যটন কেন্দ্রে এসে জ্যোতি বসু সম্পর্কে নানা তথ্য জানতে পারবেন দর্শনার্থীরা। তাদের সুবিধার জন্য দ্বিতলবিশিষ্ট দুটি ভবন নির্মাণ করা হয়েছে। পাঠাগারেও রয়েছে জ্যোতি বসু রচিত বইপত্র। নির্দিষ্ট ফি দিলে পর্যটকদের জন্য থাকা-খাওয়ার সব ব্যবস্থা করা হবে।

মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আশরাফ আলী ফারুক, পর্যটন করপোরেশনের চেয়ারম্যান আলী কদর, পরিচালক জামিল আহমেদ, প্রকল্প পরিচালক জাকির হোসেন সিকদার, সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রেজওয়ানুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) মো. ইব্রাহিম, বারদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লায়ন মাহবুবুর রহমান বাবুল এ সময় উপস্থিত ছিলেন।

২০১০ সালের ফেব্রুয়ারিতে জ্যোতি বসুর পৈতৃক ভিটায় পর্যটন কেন্দ্র নির্মাণের ঘোষণা দিয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ২০২০ সালের জানুয়ারিতে শুরু হয় নির্মাণকাজ। যা ২০২২ সালের ডিসেম্বরে শেষ হয়। প্রকল্পের ব্যয় ধরা হয়েছিল ৩ কোটি ৮৩ লাখ ৬৬ হাজার টাকা। এ পর্যন্ত ২ কোটি ৫৩ লাখ টাকা খরচে একটি নতুন দোতলা ভবন নির্মাণ শেষ হয়েছে। এতে রাতযাপনের জন্য শীতাতপ নিয়ন্ত্রিত কক্ষ, রেস্তোরাঁ, স্যুভেনির শপ রয়েছে। বাইরে রয়েছে পিকনিক শেড।

© সমকাল ২০০৫ - ২০২৩

সম্পাদক : মোজাম্মেল হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ

টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com