
কুয়াশায় ঢাকার আকাশে ফ্লাইট জট
প্রকাশ: ৩০ জানুয়ারি ২৩ । ০৯:৫৯ | আপডেট: ৩০ জানুয়ারি ২৩ । ১২:১৭
সমকাল প্রতিবেদক

সোমবার সকাল পৌনে ৯টার দিকে ফ্লাইট রাডারে ঢাকার আকাশে এমন চিত্র দেখা যায়
ঘন কুয়াশার কারণে রাজধানী ঢাকার আকাশে ফ্লাইট জট দেখা গেছে।
সোমবার ভোর থেকে সকাল সাড়ে ৯টা পর্যন্ত রানওয়ে পরিষ্কার না দেখতে পাওয়ায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিভিন্ন দেশ থেকে আসা ফ্লাইট অবতরণ করতে পারেনি বলে জানা গেছে। এ ছাড়া ওই সময়ে কোনো ফ্লাইট ছেড়েও যায়নি।
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন মো. কামরুল ইসলাম সমকালকে এসব তথ্য জানিয়েছেন।
কামরুল ইসলাম জানান, সোমবার ভোরে ঘন কুয়াশার কারণে চারটি ফ্লাইট শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করতে পারেনি। এর মধ্যে দুটি ফ্লাইট কলকাতা বিমানবন্দরে এবং অপর দুটি ইয়াঙ্গুনে অবতরণ করেছে। বিভিন্ন ফ্লাইট ডাইভারসেশন হওয়ার এ সংখ্যা বাড়তে পারে।
সকাল সাড়ে ৯টার পর থেকে কুয়াশা কমে গেলে পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করেছে বলে জানান হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক।
এদিকে দীর্ঘসময় ফ্লাইট অবতরণ না করায়, যাত্রীদের আত্মীয়-স্বজনদের অপেক্ষার ভোগান্তি পোহাতে হয়েছে। সকাল সাড়ে ৯টার পর একসঙ্গে বেশ কয়েকটি ফ্লাইট অবতরণ করলে শাহজালাল বিমানবন্দর এলাকায় যাত্রী ও স্বজনদের ভিড় দেখা গেছে।
© সমকাল ২০০৫ - ২০২৩
সম্পাদক : মোজাম্মেল হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ
টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com