
ন্যাটোতে সুইডেনের যোগদান 'আটকে দিতে পারে' তুরস্ক
প্রকাশ: ৩০ জানুয়ারি ২৩ । ১০:২০ | আপডেট: ৩০ জানুয়ারি ২৩ । ১০:৪৫
অনলাইন ডেস্ক

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান
পশ্চিমা সামরিক জোট ন্যাটোতে সুইডেনের যোগদান তুরস্ক 'আটকে দিতে পারে' বলে ইঙ্গিত দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান।
আজ সোমবার বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, কুর্দি যোদ্ধাদের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগ থাকা ব্যক্তিদের পাশাপাশি সরকারের সমালোচকদের তুরস্কের হাতে তুলে দিতে আঙ্কারার আহ্বান সুইডেন প্রত্যাখ্যান করার পর এরদোগান এমন ইঙ্গিত দিলেন।
এরদোগান বলেন, 'আপনি যদি সত্যিই ন্যাটোতে যোগ দিতে চান, তবে এই সন্ত্রাসীদের আমাদের কাছে ফিরিয়ে দিন।'
তিনি বলেন, আমরা সুইডেনকে ১২০ জনের একটি তালিকা দিয়ে বলেছিলাম এই সন্ত্রাসীদের আমাদের হাতে তুলে দিতে। আপনারা যদি তাদের আমাদের হাতে তুলে না দেন তবে সেটা আপনাদের জন্য বড় ধাক্কার কারণ হতে পারে।'
তবে ন্যাটোতে যোগদানে সুইডেনের জন্য বাধা হয়ে দাঁড়ানোর ইঙ্গিত দিলেও ফিনল্যান্ডের ব্যাপারে ইতিবাচক মনোভাব দেখিয়েছেন এরদোগান। তিনি বলেন, 'ফিনল্যান্ডের ক্ষেত্রে আমাদের সাড়া ভিন্ন ধরনের হতে পারে।'
রাশিয়া ইউক্রেনে সামরিক অভিযান শুরুর পর গত বছরের মে মাসে সামরিক জোট ন্যাটোতে যোগ দিতে আনুষ্ঠানিকভাবে আবেদন করে ফিনল্যান্ড ও সুইডেন। তুরস্ক যেহেতু ন্যাটোর সদস্য, তাই এই জোটে ফিনল্যান্ড ও সুইডেনকে যোগ দিতে অবশ্যই তুরস্কের অনুমোদন লাগবে।
© সমকাল ২০০৫ - ২০২৩
সম্পাদক : মোজাম্মেল হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ
টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com