সাফের স্বাগতিক হতে চায় শুধু নেপাল

প্রকাশ: ৩০ জানুয়ারি ২৩ । ১২:১০ | আপডেট: ৩০ জানুয়ারি ২৩ । ১২:১০

স্পোর্টস ডেস্ক

সাফ চ্যাম্পিয়নশিপকে বলা হয় 'দক্ষিণ এশিয়ার বিশ্বকাপ'। সাফের দেশগুলো নিয়ে চলতি বছরের সাফ হতে যাচ্ছে ২০ জুন থেকে ৩ জুলাই পর্যন্ত। রোববার ছিল এই টুর্নামেন্টের আয়োজক হওয়ার শেষ দিন। যেখানে বাংলাদেশ-ভারত নয়, টুর্নামেন্টের স্বাগতিক হতে আবেদন করেছে শুধু নেপাল। এতে আগামী বছরের সাফ চ্যাম্পিয়নশিপ হতে পারে হিমালয়ের দেশটিতে।

যদিও সাফের সাধারণ সম্পাদক আনোয়ারুল হক হেলাল জানালেন, নির্বাহী কমিটির সভার সিদ্ধান্তের অপেক্ষায় তারা। গণমাধ্যমকে তিনি বলেন,  'আমরা প্রাপ্ত আবেদনটি নির্বাহী সভায় তুলবো। নির্বাহী সভাতেই মূলত বিষয়টি চূড়ান্ত হবে। আগে বাংলাদেশ ও ভারতের কথা শোনা গিয়েছিল। তবে এখন নেপাল ছাড়া অন্য কেউ আগ্রহ দেখায়নি। তাই প্রাথমিকভাবে ওরাই স্বাগতিক হওয়ার দৌড়ে এগিয়ে আছে।'

আসন্ন আসরে ভারত, ভুটানের আগ্রহ নেই। পাকিস্তানে হবে না নিরাপত্তার কারণে। ইতোমধ্যে ফিফা থেকে নিষিদ্ধ শ্রীলঙ্কা। মালদ্বীপে হবে না কারণ, আগের সাফ থেকে প্রাপ্য অর্থ পায়নি দক্ষিণ এশিয়ার ফুটবলের নিয়ন্ত্রকরা। বঙ্গবন্ধু স্টেডিয়াম তৈরি না থাকায় আবেদন করেনি বাংলাদেশ। 

তাই বলা যায়, নেপালই হতে যাচ্ছে সাফের আসন্ন আসরের স্বাগতিক দল। সর্বশেষ ২০১৩ সালে সাফ চ্যাম্পিয়নশিপ আয়োজন করেছিল নেপাল। এরপর সাফ হয়েছে ২০১৫ সালে ভারতের কেরালায়, ২০১৮ সালে ঢাকায় ও ২০২১ সালে মালেতে।

© সমকাল ২০০৫ - ২০২৩

সম্পাদক : আলমগীর হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ

টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com