
চসিকের প্রকল্প পরিচালককে মারধর
১১ ঠিকাদারকে আসামি করে মামলা, গ্রেপ্তার ৪
প্রকাশ: ৩০ জানুয়ারি ২৩ । ১২:৫১ | আপডেট: ৩০ জানুয়ারি ২৩ । ১২:৫৩
চট্টগ্রাম ব্যুরো

রোববার বিকেলে কার্যালয়ে ঢুকে ভাঙচুর ও প্রকল্প পরিচালককে মারধর করেন ঠিকাদাররা - সমকাল
কাজ না পেয়ে চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) প্রকল্প পরিচালককে মারধরের ঘটনায় চার ঠিকাদারকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার রাতে নগরের বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এর আগে রাতে ১১ ঠিকাদারকে আসামি করে মামলা করেন সিটি করপোরেশনের নিরাপত্তা কর্মকর্তা মো. কামাল উদ্দিন।
আসামিরা হলেন- এস জে ট্রেডার্সের সাহাব উদ্দিন, শাহ আমানত ট্রেডার্সের সঞ্জয় ভৌমিক কংকন, মাসুদ এন্টারপ্রাইজের মো. ফেরদৌস, শাহ আমানত ট্রেডার্সের সুভাষ, মেসার্স খান করপোরেশনের হাবিব উল্ল্যাহ খান, মেসার্স নাজিম অ্যান্ড ব্রাদার্সের নাজিম, মেসার্স রাকিব এন্টারপ্রাইজের ফিরোজ, ইফতেখার এন্ড ব্রাদার্সের ইউসুফ, জ্যোতি এন্টারপ্রাইজের আশীষ বাবু, ফরহাদ ও মাহমুদ উল্লাহ।
এদের মধ্যে গ্রেপ্তার চারজন হলেন- সঞ্জয় ভৌমিক কংকন, সুভাষ, মো. ফিরোজ ও মাহমুদ উল্লাহ।
খুলশী থানার ওসি সন্তোষ কুমার চাকমা বলেন, '১১ জনকে আসামি করে মামলা হয়েছে। এজাহার পাওয়ার পর অভিযান চালিয়ে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।'
এদিকে, প্রকল্প পরিচালককে মারধরের ঘটনায় সিটি করপোরেশনের রাজস্ব কর্মকর্তা সৈয়দ শামসুল তাবরীজকে প্রধান করে তিন সদস্যের একটি তদন্ত কমিটি করা হয়েছে। কমিটির অপর দুই সদস্য হলেন- সিটি করপোরেশনের ভারপ্রাপ্ত আইন কর্মকর্তা মনীষা মহাজন ও আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা জোনায়েদ কবির।
সিটি করপোরেশনের সচিব খালেদ মাহমুদ বলেন, কমিটিকে তিন দিনের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে। কমিটি ইতোমধ্যে কাজ শুরু করেছে। মারধরে দায়ী ঠিকাদারদের বিরুদ্ধে শাস্তিমূলক পদক্ষেপ নেওয়া হবে।
প্রসঙ্গত, রোববার বিকেল পৌনে ৪টার দিকে টাইগারপাসে অস্থায়ী প্রধান কার্যালয়ে নিজের দপ্তরে প্রকল্প পরিচালক মো. গোলাম ইয়াজদানীকে মারধর করেন ঠিকাদাররা। হামলার এক পর্যায়ে ঠিকাদাররা নামফলক ও টেবিলের কাচ ভেঙে ফেলেন। মারধরের পর দ্রুত সেখান থেকে সটকে পড়েন ঠিকাদাররা।প্রকল্প পরিচালক মো. গোলাম ইয়াজদানী বলেন, 'তদবির করে কাজ না পেয়ে ঠিকাদাররা কার্যালয়ে ঢুকে হামলা চালিয়েছে। মারধর করেছে।'
মো. গোলাম ইয়াজদানী স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী। তাকে গত বছরের ১৪ আগস্ট ‘চট্টগ্রাম সিটি করপোরেশনের আওতায় এয়ারপোর্ট রোডসহ বিভিন্ন সড়কসমূহ উন্নয়ন ও গুরুত্বপূর্ণ অবকাঠামোগত উন্নয়ন’ শীর্ষক প্রকল্পের পরিচালক হিসেবে নিয়োগ দিয়ে অফিস আদেশ জারি করে স্থানীয় সরকার বিভাগ।
© সমকাল ২০০৫ - ২০২৩
সম্পাদক : মোজাম্মেল হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ
টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com