
চসিক কার্যালয়ে ঢুকে প্রকল্প পরিচালককে মারধর
প্রকাশ: ৩০ জানুয়ারি ২৩ । ০০:০০ | আপডেট: ৩০ জানুয়ারি ২৩ । ১৪:০০ | প্রিন্ট সংস্করণ
চট্টগ্রাম ব্যুরো

চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) আড়াই হাজার কোটি টাকার উন্নয়ন প্রকল্পের প্রকল্প পরিচালক গোলাম ইয়াজদানীকে তাঁর কার্যালয়ে ঢুকে মারধরের অভিযোগ উঠেছে ঠিকাদারদের বিরুদ্ধে। গতকাল রোববার বিকেলে নগরের টাইগারপাসে সিটি করপোরেশনের অস্থায়ী কার্যালয় ভবনের চারতলায় এ ঘটনা ঘটে। এ সময় প্রকল্প পরিচালকের টেবিল ও নামফলক ভেঙে ফেলা হয়।
অভিযোগ রয়েছে, প্রকল্পের কাজ না পেয়ে ক্ষোভ থেকে চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সাবেক পাঠাগারবিষয়ক সম্পাদক সঞ্জয় ভৌমিক কংকন, শাহাবুদ্দিন, সুভাষ, হাবিব, ফেরদৌস, নাজিমসহ অন্তত ১৫ ঠিকাদার প্রকল্প পরিচালকের কার্যালয়ে ঢুকে তাঁকে মারধর করেন।
সিসিটিভি ক্যামেরার ফুটেজে ঠিকাদারদের প্রকল্প পরিচালকের কক্ষে ঢুকতে দেখা যায়। ফুটেজ বিশ্নেষণ করে প্রকৃত ঘটনা উদ্ঘাটন করার কথা জানিয়েছেন সিটি মেয়র রেজাউল করিম চৌধুরী। তিনি আরও বলেন, সিটি করপোরেশনের কার্যালয়ে ঢুকে প্রকল্প পরিচালককে মারধরের মতো ঔদ্ধত্য যাঁরা দেখিয়েছেন, তাঁদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। কালো তালিকাভুক্ত করে সরকারি সব কার্যালয়ে পাঠানো হবে।
মারধরের শিকার গোলাম ইয়াজদানী জানান, রোববার সাধারণ সভা শেষে অফিসে এসে ওয়াশরুমে যান তিনি। সেখান থেকে বের হয়ে ১০-১৫ ঠিকাদারকে বসে থাকতে দেখেন। তাঁদের একজন বলেন, আপনি কি ম্যাট্রিক্স পদ্ধতি (দরপত্র মূল্যায়ন পদ্ধতি) ছাড়া কাজ দেবেন না? 'না' বলার সঙ্গে সঙ্গে মারধর শুরু করেন তাঁরা। মারতে মারতে শার্ট খুলে ফেলেন। এক পর্যায়ে কক্ষের বাইরে নিয়েও মারধর করেন।
তিনি বলেন, আড়াই হাজার কোটি টাকার প্রকল্পের মধ্যে ১৩০ কোটি টাকার টেন্ডার দায়িত্ব নেওয়ার আগেই শেষ হয়েছে। ২১৩ কোটি টাকার ৩৭টি লটের দরপত্র মূল্যায়নের কাজ শেষ পর্যায়ে। এখনও কাউকে কাজ দেওয়া হয়নি।
অভিযোগের বিষয়ে ঠিকাদার সঞ্জয় ভৌমিক কংকন বলেন, ২০ কোটি টাকা লেনদেনের মাধ্যমে ২১৩ কোটি টাকার কাজ তিনজনকে ভাগ করে দেওয়া হয়েছে। গোলাম ইয়াজদানীর কাছে গিয়ে বলেন, কাজ যেহেতু তাঁরা পাবেন না, পে-অর্ডারগুলো যেন ফেরত দেওয়া হয়। এ নিয়ে বাগ্বিতণ্ডা হয়েছে। কোনো মারধরের ঘটনা ঘটেনি। আরেক ঠিকাদার শাহাবুদ্দিনের দাবি, তিনি সিটি করপোরেশন কার্যালয়েই যাননি।
খুলশী থানার ওসি সন্তোষ কুমার চাকমা বলেন, সিটি করপোরেশন মামলা করলে অপরাধীদের শনাক্ত করে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
© সমকাল ২০০৫ - ২০২৩
সম্পাদক : মোজাম্মেল হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ
টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com