মাধবপুরে সড়ক দুর্ঘটনায় পিকআপ ভ্যান চালক নিহত

প্রকাশ: ৩০ জানুয়ারি ২৩ । ১৭:১৭ | আপডেট: ৩০ জানুয়ারি ২৩ । ১৭:১৭

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি

প্রতীকী ছবি

হবিগঞ্জের মাধবপুরে অজ্ঞাত একটি গাড়ীর ধাক্কায় পিকআপ ভ্যানের চালক গৌতম ঘোষ (৪০) নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন ছাদিয়া আক্তার নামে এক কিশোরী। সোমবার সকালে উপজেলার ঢাকা-সিলেট মহাসড়ক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত গৌতম ঘোষ মৌলভীবাজারের মসলিস কোয়ার্টার এলাকার প্রয়াত সুনীল ঘোষের ছেলে। আহত ছাদিয়া ইসলাম উপজেলার দেবীপুর গ্রামের আহাদ মিয়ার মেয়ে।

বিষয়টি নিশ্চিত করে শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মাইনুল ইসলাম ভূঁইয়া সমকালকে জানান, সোমবার সকালে ঢাকা অভিমুখী একটি পিকআপ ভ্যানের সঙ্গে অজ্ঞাত একটি গাড়ীর ধাক্কায় পিকআপটি দুমড়ে মুচড়ে যায়। এতে ওই পিকআপ চালক রাস্তায় ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যান।

তিনি বলেন, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

© সমকাল ২০০৫ - ২০২৩

সম্পাদক : মোজাম্মেল হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ

টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com