
ঢাকায় ৫ বাড়ির সন্ধান
টেকনাফের সেই নুরুলের তিনটি ব্যাংক হিসাব জব্দ
প্রকাশ: ৩০ জানুয়ারি ২৩ । ২০:১৭ | আপডেট: ৩০ জানুয়ারি ২৩ । ২০:১৭
আদালত প্রতিবেদক

রাজধানীতে পাঁচটি বাড়িসহ বিপুল সম্পদের মালিক টেকনাফের মাদক কারবারি হিসেবে খ্যাত নুরুল ইসলামের তিনটি ব্যাংক হিসাব জব্দের নির্দেশ দিয়েছেন আদালত। এক আবেদনের পরিপ্রেক্ষিতে মহানগর দায়রা জজ মো. আছাদুজ্জামান আজ সোমবার এ আদেশ দেন।
আদালতের অতিরিক্ত পিপি তাপস কুমার পাল জানান, সিআইডির তদন্ত কর্মকর্তা পরিদর্শক মো. মনিরুজ্জামান তিনটি ব্যাংক হিসাব জব্দের আবেদন করেছিলেন। শুনানি শেষে আদালত দুটি বেসরকারি ব্যাংকের শ্যামলী শাখায় নুরুল ও তার প্রতিষ্ঠানের নামে খোলা তিনটি ব্যাংক হিসাব জব্দের আদেশ দেন।রাজধানীর আদাবর এলাকা থেকে মাদক ও জাল টাকাসহ ২০২১ সালের ২০ সেপ্টেম্বর নুরুল ইসলামকে গ্রেপ্তার করে র্যাব। পরে তার বিরুদ্ধে মানি লন্ডারিং প্রতিরোধ আইনে অনুসন্ধানের জন্য সিআইডিকে চিঠি দেয় র্যাব। ১৫ মাস অনুসন্ধানে রাজধানীর মোহাম্মদপুর ও আদাবর এলাকায় নুরুলের পাঁচটি বাড়িসহ ১৩ কোটি টাকার সম্পদের তথ্য পেয়েছে সিআইডি।
তদন্ত সংশ্লিষ্টরা জানান, টেকনাফের 'ইয়াবা কারবারি' নুরুলের ২০০৯ সালে কোনো স্থাবর সম্পত্তি ছিল না। অস্থাবর সম্পত্তি বলতে ছিল সাড়ে আট লাখ টাকা। ১১ বছর পর তার আয়কর বিবরণীতে স্থাবর ও অস্থাবর সম্পত্তি মিলে ৯ কোটি ৯৪ লাখ ৫ হাজার ৬৩১ টাকা দেখানো হয়েছে। আর ২০২১ সালে তার স্ত্রী রাজিয়া সুলতানার সম্পদ দেখানো হয়েছে ৩ কোটি ৫১ লাখ ৩৬ হাজার ৫১ টাকা।
নুরুল ও তার স্ত্রীর নামে মোট ১১টি ব্যাংক অ্যাকাউন্ট থাকার তথ্য পেয়েছে পুলিশ। ওই সব হিসাবে গত এক যুগে ১৩ কোটি টাকা লেনদেন হয়েছে।
সিআইডি জানায়, মাদক ব্যবসায়ী নুরুল অবৈধ আয়কে বৈধ করতে কাগুজে প্রতিষ্ঠান খুলে টাকা লেনদেন করেছেন। ঘটনার সুষ্ঠু তদন্ত ও আইনগত ব্যবস্থা নিতে দুটি বেসরকারি ব্যাংকের শ্যামলী শাখায় তার ও প্রতিষ্ঠানের নামে খোলা তিন ব্যাংক অ্যাকাউন্ট জব্দের আবেদন করা হয়।
© সমকাল ২০০৫ - ২০২৩
সম্পাদক : মোজাম্মেল হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ
টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com