শেখ হাসিনার গাড়ি বহরে হামলা

সাবেক এমপির পক্ষে সাফাই সাক্ষ্য আমানউল্লাহ আমানের

প্রকাশ: ৩০ জানুয়ারি ২৩ । ২০:৫৪ | আপডেট: ৩০ জানুয়ারি ২৩ । ২০:৫৪

সাতক্ষীরা প্রতিনিধি

আদালতে সাক্ষ্য দেওয়ার পর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন আমানউল্লাহ আমান

সাতক্ষীরায় কলারোয়ায় ২০০২ সালে তৎকালীন বিরোধী দলীয় নেত্রী শেখ হাসিনার গাড়ি বহরে হামলার ঘটনায় দুই মামলায় সাফাই সাক্ষ্য দিয়েছেন বিএনপির ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আমানউল্লাহ আমান।

আজ সোমবার সাতক্ষীরার স্পেশাল ট্রাইব্যুনাল-৩-এ তালা-কলারোয়া আসনে বিএনপির সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিবের পক্ষে এ সাক্ষ্য দেন তিনি।

সাতক্ষীরা জজ আদালতের পিপি আব্দুল লতিফ জানান, ওই ঘটনায় অস্ত্র ও বিস্ফোরক আইনে দুই মামলায় ২৩ জন সাফাই সাক্ষী দেবেন। আজ আমানউল্লাহ আমান ছাড়া আরও একজন সাক্ষ্য দিয়েছেন। আসামি গোলাম রসুলের পক্ষে সাফাই সাক্ষ্য দেন কলারোয়ার মোবারক আলী। এ সময় আদালতে ৩৯ আসামি হাজির ছিলেন। বাকি ৯ জন পলাতক।

আদালতে সাক্ষ্য দেওয়ার পর আমানউল্লাহ আমান বলেন, গাড়ি বহরে হামলায় আগের মিথ্যা মামলায় হাবিবুল ইসলাম হাবিবকে সাজা দেওয়া হয়েছে। একই ঘটনার আরেক মামলায় বিবেকের তাড়নায় আমি সাফাই সাক্ষ্য দিতে সাতক্ষীরা আদালতে এসেছি। ২০০২ সালের ৩০ আগস্ট বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে তিনি আমার সঙ্গে মিটিংয়ে ছিলেন। পরে শুনি তার নামে মামলা। আমি এই মামলার নিন্দা ও প্রতিবাদ জানাই।

২০০২ সালের ৩০ আগস্ট সাতক্ষীরা থেকে যশোর যাওয়ার পথে কলারোয়ায় শেখ হাসিনার গাড়িবহরে হামলা হয়। এতে আওয়ামী লীগের ১২ জনের বেশি নেতাকর্মী আহত হন। ওই হামলার ঘটনায় ২০২১ সালের ৪ ফেব্রুয়ারি ওই এলাকায় বিএনপির তৎকালীন এমপি হাবিবুল ইসলাম হাবিবসহ ৫০ নেতাকর্মীকে চার থেকে ১০ বছর করে সাজা দিয়েছেন নিম্ন আদালত। এ ছাড়া গত ১৪ জুন অস্ত্র ও বিস্ফোরক আইনে দায়ের করা দুটি মামলায় বিচার শুরু হয়েছে।

© সমকাল ২০০৫ - ২০২৩

সম্পাদক : মোজাম্মেল হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ

টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com