মাদকাসক্ত ছেলেকে হাজতে রাখতে ইউএনওর দারস্থ মা

প্রকাশ: ৩০ জানুয়ারি ২৩ । ২১:০৮ | আপডেট: ৩০ জানুয়ারি ২৩ । ২১:৩৫

ফুলছড়ি (গাইবান্ধ) প্রতিনিধি

ছেলের বিরুদ্ধে অভিযোগ নিয়ে ইউএনও কার্যালয়ে মা আলেতন বেগম - সমকাল

গাইবান্ধার ফুলছড়িতে মাদকাসক্ত ছেলের অত্যাচার সইতে না পেরে অবশেষে ছেলেকে জেলহাজতে দিতে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে আবেদন করেছেন মা আলেতন বেগম।

সোমবার সকালে ফুলছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে হাজির হয়ে লিখিত আবেদন করেন তিনি। আলেতন বেগম উপজেলার উদাখালি ইউনিয়নের পশ্চিউদাখালী গ্রামের আব্দুল মান্নান মিয়ার স্ত্রী।

আলেতন বেগম বলেন, ঢাকায় ইটভাটায় কাজ করে ছেলে আল আমিনকে (২২) এসএসসি পর্যন্ত পড়ালেখা করিয়েছি। ভালো ও সুন্দর মেয়ে দেখে বিয়েও দিয়েছিলাম। কিন্তু হঠাৎ এলাকার নেশাগ্রস্ত ছেলেদের সঙ্গে ঘুরে সে এখন নেশা ছাড়া থাকতে পারে না। নেশাগ্রস্ত হয়ে বউকে অত্যাচার করার কারণে তার সংসার ভেঙেছে। ঋণ নিয়ে দেনমোহর দিয়ে বউকে বিদায় করতে হয়েছে।

তিনি আরও বলেন, একসময় পাঁচ ওয়াক্ত নামাজ পড়তো সে। ওর নেশার টাকা জোগার করতে ৭০ বছরের বৃদ্ধ স্বামী আজও কামলা (কৃষাণ) দেন। নেশার টাকা দিতে না পারলে মারধর করে। ওর অত্যাচারে আমরা অতিষ্ট হয়েছি। তাই ওকে ভাল করার জন্য জেলহাজতে দিতে চাই, এছাড়া কোনো উপায় নেই।

এ প্রসঙ্গে ফুলছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আনিসুর রহমান সমকালকে বলেন, এরকম ঘটনা খুবই দুঃখজনক। বিষয়টি জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অফিসকে জানানো হয়েছে। তদন্তসাপেক্ষে তারা এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নিবেন।

© সমকাল ২০০৫ - ২০২৩

সম্পাদক : আলমগীর হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ

টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com