
এভারটনের কোচ হলেন শন ডাইস
প্রকাশ: ৩০ জানুয়ারি ২৩ । ২২:১০ | আপডেট: ৩০ জানুয়ারি ২৩ । ২২:১০
স্পোর্টস ডেস্ক

এভারটনের নতুন কোচ শন ডাইস। ছবি: ফাইল
প্রিমিয়ার লিগের ঐতিহ্যবাহী ক্লাবগুলোর একটি এভারটন। তারাই এবার শীর্ষ লিগ থেকে পরের ধাপে নেমে যাওয়ার শঙ্কায়। গত বছর কোচের দায়িত্ব নেওয়া ফ্রাঙ্ক ল্যাম্পার্ড চলতি মৌসুমে ভালো করতে না পারায় কিছুদিন আগে তাকে বরখাস্ত করা হয়েছে। তার জায়গায় এভারটনের সম্মান বাঁচাতে দায়িত্ব দেওয়া হয়েছে শন ডাইসকে।
সাবেক ইংলিশ ডিফেন্ডার এবং ওয়াটফোর্ড ও বার্নলির ডাগ আউটে দাঁড়ানোর অভিজ্ঞতা সম্পন্ন ৫১ বছর বয়সী ডাইসের সঙ্গে আড়াই বছরের চুক্তি করেছে এভারটন। দায়িত্ব নিয়ে তার প্রথম কাজ হবে ১৯ নম্বরে থাকা ইতিহাস সমৃদ্ধ ক্লাবটিকে অবনমন থেকে রক্ষা করা।
সম্মিলিতভাবে কাজ করে ডাইস দলকে টেনে তোলার ব্যাপারে আশাবাদী, ‘এভারটনের কোচ হয়ে আমি সম্মানিত। ক্লাবকে কাঙ্খিত পথে ফেরাতে আমার কোচিং স্টাফরা আমাকে সহায়তা করতে প্রস্তুত। এভারটনের ঐতিহ্য এবং ভক্ত সম্পর্কে আমরা পরিষ্কার ধারণা আছে। আমি এই ক্লাবের মূল্য বুঝি। যৌথভাবে কাজ করে তাদের প্রাপ্য স্থানে ফেরানোর ব্যাপারে আশাবাদী।’
শন ডাইস এর আগে দশ বছর বার্নলির দায়িত্ব পালন করেছেন। গত বছর চাকরি হারিয়েছেন তিনি। তার অধীনে বার্নলি ভালো ফুটবল খেলেছে। এবার এভারটনে তার যোগ্যতা প্রমাণের পালা। গত বছরও প্রিমিয়ার লিগের ক্লাবটি অবনমনের শঙ্কায় ছিল। ফ্রাঙ্ক ল্যাম্পার্ড দায়িত্ব নিয়ে তখন ক্লাবটিকে শীর্ষ লিগে টিকিয়ে রেখেছিলেন। তার আগের দুই মৌসুমে কার্লো আনচেলত্তির অধীনে অবশ্য ক্লাবটি খুব খারাপ করেনি।
© সমকাল ২০০৫ - ২০২৩
সম্পাদক : আলমগীর হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ
টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com