আর অভিযোগ নেই, কোন চাওয়া নেই: মেসি

প্রকাশ: ৩১ জানুয়ারি ২৩ । ১৮:০৪ | আপডেট: ৩১ জানুয়ারি ২৩ । ১৮:০৪

স্পোর্টস ডেস্ক

ছবি: ফাইল

কাতার বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়েছে লিওনেল মেসির আর্জেন্টিনা। ক্যারিয়ারের শেষে এসে বিশ্বকাপ জিতেছেন তিনি। তার আগের বছর কোপা আমেরিকার শিরোপা জিতেছেন। ক্যারিয়ারের শুরুতে অলিম্পিক স্বর্ণ জিতেছেন লিও। জাতীয় দলে খেলার যে স্বপ্ন দেখেছিলেন তিনি, দেশকে যা যা জেতাতে চেয়েছিলেন তার সবটা পূরণ হয়েছে বলে মন্তব্য করেছেন পিএসজির এই আর্জেন্টাইন ফরোয়ার্ড।  

আরবান প্লে’কে এক সাক্ষাৎকারে মেসি বলেছেন, ‘আমার মনে হয়, যদি ক্যারিয়ারের কোন সেরা মুহূর্ত বেছে নিতে বলা হয় সেটা হবে বিশ্বকাপ জেতা। এটা আমার ক্যারিয়ারের শেষ পর্যায়, চক্র পূর্ণ হওয়ার সময়। জাতীয় দলের হয়ে যে স্বপ্ন দেখেছিলাম, তার সবটা আমি অর্জন করতে পেরেছি।’ 

যখন ফুটবল শুরু করেছিলেন তখন মেসি ভাবেননি যে একসময় তিনি বিশ্বকাপ, কোপা আমেরিকা কিংবা দুর্দান্ত ক্লাব ক্যারিয়ারের জন্য রেকর্ড সাতটা ব্যালন ডি’অর জিতবেন। কিন্তু সময়ের প্রেক্ষিতে একে একে সব জিতেছেন তিনি। এর আগে দু’বার কোপা আমেরিকার ফাইনাল খেলে, ২০১৪ বিশ্বকাপ ফাইনাল খেলে শিরোপা জিততে পারেননি। সেজন্য হয়তো ঈশ্বরের প্রতি তার অভিযোগ ছিল। কিন্তু এখন কোন অভিযোগ, চাওয়া কিছুই নেই। 

মেসি বলেন, ‘যখন ক্যারিয়ার শুরু করেছিলাম, ভাবিনি যে স্বপ্ন দেখা এই বিষয়গুলো আমার জীবনে বাস্তব হবে। বিশ্বকাপ জয়ের মুহূর্তটা পাওয়া আমার জীবনের সেরা। আমি বিশ্বকাপ জিতেছে, কোপা আমেরিকা জিতেছি। আমার কোন অভিযোগ নেই, কোন চাওয়া নেই। জেতার মতো আর কিছু বাকি নেই।’ 

সর্বজয়ী খেলোয়াড় হয়েও অবশ্য মেসির একটা আক্ষেপ রয়ে গেছে। যদি ডিয়াগো ম্যারাডোনা বেঁচে থাকতেন, হয়তো বিশ্বকাপটা তিনিই মেসির হাতে তুলে দিতেন, ‘ম্যারাডোনা বিশ্বকাপ শিরোপা হাতে তুলে দিলে সবচেয়ে খুশি হতাম, অন্তত যদি আমাদের বিশ্বকাপ জয়টা উনি দেখতে পারতেন! তিনি জাতীয় দলকে খুব ভালোবাসতেন, খুব করে চাইতেন আমরা বিশ্বকাপ জিতি।’

© সমকাল ২০০৫ - ২০২৩

সম্পাদক : মোজাম্মেল হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ

টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com