এবার সাকিবের মুখে বিপিএলের প্রশংসা

প্রকাশ: ৩১ জানুয়ারি ২৩ । ১৮:৪৩ | আপডেট: ৩১ জানুয়ারি ২৩ । ২০:৪৯

ক্রীড়া প্রতিবেদক

ছবি: ইউসুফ আলী

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) নবম আসর শুরু হওয়ার আগে সমালোচনা করেছিলেন সাকিব আল হাাসন। দলগুলো ঠিকঠাক জার্সি পায়নি, ফ্র্যাঞ্জাইজি মালিকরা স্পন্সর পাচ্ছেন না, বড় বেদেশি খেলোয়াড় নেই; এসব নিয়ে বোর্ডের এক হাত নিয়েছিলেন বিশ্বসেরা স্পিন অলরাউন্ডার সাকিব। 

এবারের  তার মুখে বিপিএলের প্রশংসা। শুরুতে আসরটি সাড়া ফেলতে না পারলেও চট্টগ্রাম ও সিলেট পর্বে প্রচুর দর্শক বিপিএল দেখতে এসেছেন। এমনকি ঢাকা পর্বেও বেশ কটা ম্যাচে ভালো দর্শক ছিল। বড় বিদেশি তারকা না থাকলেও এবারের বিপিএলে ভালো রান হওয়ায় ভালো দর্শক পাওয়া যাচ্ছে বলে মনে করা হচ্ছে। 

সাকিবও রান হওয়ার বিষয়টিকে সামনে এনেছেন। মঙ্গলবার সিলেট পর্বে ঢাকার বিপক্ষে ৫ উইকেটে হারের পর ফরচুন বরিশালের অধিনায়ক সাকিব বলেন, ‘এবারের বিপিএলের উইকেটগুলো ভালো। সব দল চেষ্টা করছে যতটা পারা যায় রান তোলার। অন্যবারের চেয়ে এবারের বিপিএলের ভালো দিক হচ্ছে এবার ভালো রান হচ্ছে।’ 

ঢাকার বিপক্ষে জিতলেই প্লে অফ নিশ্চিত হতো সাকিবের দলের। ম্যাচটা হারায় তিনি হতাশ। তবে ঢাকা পর্বে আরও তিন ম্যাচ বাকি আছে তার দলের। তিনি আশা করছেন ওই তিন ম্যাচে ভালো খেলে সেরা দুইয়ে থেকে গ্রুপ পর্ব শেষ করতে পারবেন তারা, ‘ম্যাচটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ ছিল। হাতে তিনটা ম্যাচ আছে। প্রতি ম্যাচই আমাদের জন্য গুরুত্বপূর্ণ। চেষ্টা থাকবে ঢাকায় ভালো ক্রিকেট খেলে যেন সেরা দুইয়ে থাকতে পারি।’ 

বিপিএলে এখন পর্যন্ত ১০ ম্যাচ খেলে আট জয় নিয়ে প্লে অফ নিশ্চিত করেছে মাশরাফি মর্তুজার সিলেট স্ট্রাইকার্স। সাকিবের বরিশাল নয় ম্যাচে জয় পেয়েছে ছয়টি। অন্যদিকে সমান আট ম্যাচে কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও রংপুর রাইডার্সের জয় পাঁচটি করে।

© সমকাল ২০০৫ - ২০২৩

সম্পাদক : মোজাম্মেল হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ

টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com