
যুবদল নেতা নুরুল ইসলাম নয়ন কারামুক্ত
প্রকাশ: ৩১ জানুয়ারি ২৩ । ২০:৪৩ | আপডেট: ৩১ জানুয়ারি ২৩ । ২০:৪৩
সমকাল প্রতিবেদক

যুবদলের কেন্দ্রীয় সহসভাপতি নুরুল ইসলাম নয়ন
প্রায় দুই মাস কারাভোগের পর জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় সহসভাপতি নুরুল ইসলাম নয়ন কারাগার থেকে জামিনে মুক্তি পেয়েছেন। আজ মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টায় কেরাণীগঞ্জের কেন্দ্রীয় কারাগার থেকে তিনি মুক্তি পান।
কারামুক্তি পেয়ে কেরাণীগঞ্জ থেকে সরাসরি নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে যান নয়ন। কারাফটকে এবং বিএনপির কার্যালয়ে তাকে দলের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা ফুলেল শুভেচ্ছা জানান।
উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশে নয়ন বলেন, হামলা করে, মামলা দিয়ে, কারাগারে নিয়ে বিএনপির চলমান গণতান্ত্রিক আন্দোলন নস্যাৎ করা যাবে না। বরং তা আরো তীব্র থেকে তীব্রতর হবে।
যুবদলের এই নেতা বলেন, বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে যতই নির্যাতন আসুক, তারা কেউ রাজপথ থেকে পিছপা হবেন না।
তিনি আরও বলেন, বুকের রক্ত দিয়ে হলেও দেশের গণতন্ত্রকে পুনরুদ্ধার করতে হবে। স্বাধীনতা-সার্বভৌমত্বকে রক্ষা করতে হবে। ভোটাধিকার ও মানবাধিকার রক্ষায় সবাইকে জীবন বাজি রেখে আন্দোলনে ঝাপিয়ে পড়তে হবে।
প্রসঙ্গত, রাজশাহীতে বিএনপির সমাবেশ শেষে ঢাকায় ফেরার পথে গত ৩ ডিসেম্বর রাতে রাজধানীর আমিন বাজার এলাকা থেকে যুবদলের কেন্দ্রীয় সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু ও সহসভাপতি নুরুল ইসলাম নয়নকে গ্রেপ্তার করে পুলিশের গোয়েন্দা (ডিবি) শাখা।
© সমকাল ২০০৫ - ২০২৩
সম্পাদক : মোজাম্মেল হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ
টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com