
প্রতিটি ভুয়া জন্মনিবন্ধনে নিত প্রায় ২ হাজার টাকা
চট্টগ্রামে আরেক জালিয়াত গ্রেপ্তার
প্রকাশ: ৩১ জানুয়ারি ২৩ । ২২:২৬ | আপডেট: ৩১ জানুয়ারি ২৩ । ২২:২৬
চট্টগ্রাম ব্যুরো

জন্মনিবন্ধন সনদ জালিয়াতির ঘটনায় চট্টগ্রামে জয়নাল আবেদীন (৩৮) নামে আরেক জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার নগরীর কোতোয়ালি এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
গত ৮ থেকে ২৪ জানুয়ারি পর্যন্ত জন্মনিবন্ধন সার্ভারে অনুপ্রবেশ করে নগরীর কয়েকটি এলাকার ৭৯৬টি জন্মসনদ ইস্যু করা হয়। অবৈধভাবে ইস্যু হওয়া জন্মনিবন্ধন সনদগুলো বাতিলের জন্য রেজিস্ট্রার জেনারেল কার্যালয় বরাবর ইতোমধ্যে চিঠি পাঠিয়েছে চট্টগ্রাম সিটি করপোরেশন।
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের কাউন্টার টেররিজম বিভাগের অতিরিক্ত উপকমিশনার আসিফ মহিউদ্দীন বলেন, 'প্রাথমিক জিজ্ঞাসাবাদে জয়নাল জানিয়েছে, প্রতিটি জন্মনিবন্ধন সনদের জন্য দেড় হাজার থেকে ১ হাজার ৮০০ টাকা পর্যন্ত নিত সে। টাকার বিনিময়ে রোহিঙ্গাদেরও বাংলাদেশি জন্মসনদ ও এনআইডি করে দিয়েছে সে।' তাঁর বিরুদ্ধে কোতোয়ালি থানায় দুটি মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।
© সমকাল ২০০৫ - ২০২৩
সম্পাদক : মোজাম্মেল হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ
টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com