মুন্সীগঞ্জে সড়ক দুর্ঘটনা

লরির চাকায় আটকে থাকার আড়াই ঘণ্টা পর উদ্ধার

প্রকাশ: ৩১ জানুয়ারি ২৩ । ২২:৪৯ | আপডেট: ৩১ জানুয়ারি ২৩ । ২২:৪৯

মুন্সীগঞ্জ প্রতিনিধি

বাসচালক মুকুল হোসেন ও তাঁর সহকারী নাসিম কুমিল্লার মেঘনা উপজেলায় নামিয়েছিলেন শেষ যাত্রী। বাসটি গ্যারেজে রেখে রাজধানীর বাসায় ফিরতে মুন্সীগঞ্জের গজারিয়ার ভাটেরচর নতুন রাস্তা এলাকায় যান তাঁরা। সেখানে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে আরও কয়েকজনের সঙ্গে অপেক্ষা করছিলেন ঢাকাগামী বাসের জন্য। রাত ৯টার দিকে নিয়ন্ত্রণহীন একটি লরি আকস্মিক তাঁদের চাপা দেয়।

এতে ঘটনাস্থলেই নাসিমের মৃত্যু হয়। আর সড়কের পাশের খাদে পড়া লরির চাকায় আটকে যান মুকুল। প্রায় আড়াই ঘণ্টার শ্বাসরুদ্ধকর অভিযানের পর তাঁকে উদ্ধার করেন ফায়ার সার্ভিসের কর্মীরা।

দুর্ঘটনায় নিহত নাসিমের বাড়ি রাজধানীর রায়েরবাগ এলাকায়। মুকুলের বাড়িও একই এলাকায়। এ ছাড়া আহত হয়েছেন নারায়ণগঞ্জের মোগরাপাড়া এলাকার শাহজাহান এবং অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি। তিনজনকেই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

গজারিয়া ফায়ার সার্ভিসের সাব-স্টেশনের কর্মকর্তা আলী আজগর বলেন, ফায়ার সার্ভিসের দুটি ইউনিট রাত সাড়ে ৯টা থেকে প্রায় ১২টা পর্যন্ত অভিযান চালিয়ে মুকুলকে উদ্ধার করে।

গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকরা জানান, তিনজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় প্রাথমিক চিকিৎসা দিয়ে তাঁদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

ভবেরচর হাইওয়ে ফাঁড়ির ইনচার্জ এসএম রাশেদুল ইসলাম জানান, কুমিল্লা থেকে ছেড়ে আসা লরিটি ৯০ টন রড নিয়ে ঢাকায় যাচ্ছিল। ভাটেরচর এলাকায় এটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা দলটিকে চাপা দেয়। দুর্ঘটনার পরপরই চালক ও তাঁর সহকারী কৌশলে পালিয়ে যাওয়ায় আটক করা যায়নি।

তিনি আরও জানান, দুর্ঘটনাকবলিত লরিটিতে অনেক ওজনের রড থাকায় এটি উদ্ধারে দেরি হচ্ছে।

© সমকাল ২০০৫ - ২০২৩

সম্পাদক : মোজাম্মেল হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ

টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com