
বিকৃত সংবাদ রাষ্ট্র ও গণতন্ত্রের জন্য হুমকি: আন্তর্জাতিক সেমিনারে বক্তারা
প্রকাশ: ০১ ফেব্রুয়ারি ২৩ । ০০:০৮ | আপডেট: ০১ ফেব্রুয়ারি ২৩ । ০০:০৮
সমকাল প্রতিবেদক

জাতীয় নির্বাচন সামনে রেখে বিকৃত ও মিথ্যা সংবাদ প্রকাশ বেড়ে যাচ্ছে। কিছু গণমাধ্যম অসৎ উদ্দেশ্যে এসব করছে, যা গণতন্ত্র ও মানবাধিকারের ওপর নেতিবাচক প্রভাব ফেলছে। এ ধরনের সংবাদ ঠেকাতে সরকারসহ সংশ্লিষ্টরা এগিয়ে না এলে রাষ্ট্র, গণতন্ত্র ও মানবাধিকার পরিস্থিতি মারাত্মক হুমকিতে পড়বে।
গতকাল মঙ্গলবার রাজধানীর গুলশানের একটি হোটেলে বেসরকারি সংস্থা এমপাওয়ারমেন্ট থ্রু ল অব দ্য কমন পিপল (এলকপ) আয়োজিত আন্তর্জাতিক সেমিনারে এ অভিমত দেন বিশিষ্টজন।
সেমিনারের প্রথম সেশনে 'মিথ্যা সংবাদ :সার্ক ও ব্রিকসভুক্ত দেশগুলোর গণতন্ত্রের জন্য হুমকি' শীর্ষক প্রবন্ধ উপস্থাপন করেন জ্যেষ্ঠ সাংবাদিক সেলিম সামাদ। প্রবন্ধে মিথ্যা ও বিকৃত সংবাদ নিয়ন্ত্রণে দক্ষিণ এশিয়া এবং ব্রিকসভুক্ত দেশগুলোর সম্মিলিত প্রচেষ্টার অভাব চিহ্নিত করেন তিনি। পরের সেশনে এলকপের গবেষক আরেফিন মিজান তাঁর প্রবন্ধে কীভাবে ভুয়া খবর গণতান্ত্রিক পদ্ধতি ও প্রতিষ্ঠানের ওপর আস্থা কমিয়ে বাংলাদেশের গণতন্ত্রের জন্য হুমকি হয়ে উঠেছে, তা তুলে ধরেন।এলকপ চেয়ারম্যান ও জাতীয় মানবাধিকার কমিশনের সাবেক চেয়ারম্যান অধ্যাপক মিজানুর রহমান বলেন, বিকৃত ও মিথ্যা সংবাদ রাষ্ট্র, জনগণ, গণতন্ত্র এবং মানবাধিকারের জন্য হুমকি সৃষ্টি করছে। এ ধরনের সংবাদকে পুঁজি করে একটি শ্রেণি কোটি কোটি ডলার কামাচ্ছে। তাদের আইনের আওতায় আনা দরকার।
বিশিষ্ট অর্থনীতিবিদ অধ্যাপক ড. আবুল বারকাত বলেন, বিকৃত ও মিথ্যা সংবাদ রাজনৈতিকভাবে ৮০ ভাগ মানুষকে প্রভাবিত করতে সক্ষম। এসব মোকাবিলায় যুগোপযোগী আইনি কাঠামো, প্রযুক্তি প্রতিষ্ঠানের অঙ্গীকার ও নাগরিক সমাজের সমন্বিত উদ্যোগ দরকার।
সেমিনারে আরও বক্তব্য দেন অধ্যাপক ড. ইমতিয়াজ আহমেদ, সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী জেড আই খান পান্না, ভারতের ড. অর্ঘ্য সেনগুপ্ত, পুলকেশ ঘোষ, জয়ন্ত রায় চৌধুরী, ড. লোপামুদ্রা মৈত্রী বাজপাই, নেপালের সাবেক অ্যাটর্নি জেনারেল অধ্যাপক ড. যুবরাজ সাংরুলা, রাশিয়ার ভাসিলি পুশকভ প্রমুখ। উন্মুক্ত আলোচনায় বক্তব্য দেন রোকেয়া কবীর, সঞ্জীব দ্রং, কাজল দেবনাথ প্রমুখ।
© সমকাল ২০০৫ - ২০২৩
সম্পাদক : মোজাম্মেল হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ
টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com