ঢাকা বিশ্ববিদ্যালয়

ছুটির দিনে সেমিনার লাইব্রেরির দায়িত্বে শিক্ষার্থীরা, পাবেন সম্মানী

প্রকাশ: ০১ ফেব্রুয়ারি ২৩ । ০১:২৬ | আপডেট: ০১ ফেব্রুয়ারি ২৩ । ০১:২৬

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সব বিভাগ ও ইনস্টিটিউটের সেমিনার লাইব্রেরি সাপ্তাহিক ছুটির দিনে (শুক্র ও শনিবার) খোলা রাখার সিদ্ধান্ত হয়েছে। গত সোমবার সিন্ডিকেটের সভায় এ সিদ্ধান্ত হয়।

এই দুই দিনে সেমিনার লাইব্রেরি রক্ষণাবেক্ষণ ও দেখভালের জন্য শিক্ষার্থীদের মধ্য থেকে স্বেচ্ছাসেবী নিয়োগ দেওয়া হবে। এজন্য তাঁদের সম্মানী ও সনদ দেওয়া হবে।

ঢাবি উপাচার্য মো. আখতারুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সিদ্ধান্ত হয়, শিক্ষার্থীরা মাসে সর্বনিম্ন আট দিন এবং সর্বোচ্চ তিন মাস সেমিনার লাইব্রেরির দায়িত্বে থাকবেন। পর্যায়ক্রমে অন্যরা সুযোগ পাবেন।

এ উদ্যোগের প্রশংসা করে সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের শিক্ষার্থী সানজিদা প্রভা বলেন, সম্মানী যা-ই হোক, সময় কাজে লাগবে আর অনেক কিছু শেখাও যাবে।

বিজয় একাত্তর হলের শিক্ষার্থী তামিম আহসান বলেন, ছুটির দিনে সেমিনার লাইব্রেরিতে পড়া যাবে। এটি প্রশংসনীয় উদ্যোগ। সম্মানী যেন মানসম্মত হয়, তা কর্তৃপক্ষ দেখবে বলে আশা প্রকাশ করেন তিনি।

এ বিষয়ে উপাচার্য আখতারুজ্জামান সমকালকে বলেন, শিক্ষার্থীদের পড়াশোনার পরিবেশের ঘাটতি পূরণ এবং শিক্ষা ও গবেষণা সংশ্নিষ্ট বিশেষায়িত বিষয়ে পাঠ কার্যক্রমের সুযোগ তৈরির লক্ষ্যে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এতে তারা নিজ নিজ আঙিনায় বিশেষায়িত পাঠ কার্যক্রম চালানোর সুযোগ পাবে। শিক্ষার্থীরাই সেটি দেখাশোনা করবে। তাদের সম্মানী ও সনদ দেওয়া হবে। সম্মানীর অর্থ হয়তো বেশি হবে না, তবে কমও হবে না। তাদের স্বেচ্ছাসেবীই বলা হবে। শিগগিরই এটি কার্যকর হবে।

এ ছাড়া সভায় সমন্বিতভাবে গবেষণা পরিচালনা, গবেষণার মান বৃদ্ধি এবং গবেষণা কার্যক্রম আরও স্বচ্ছ ও গতিশীল করতে 'ঢাকা ইউনিভার্সিটি রিসার্চ কো-অর্ডিনেশন অ্যান্ড মনিটরিং সেল (ডিইউআরসিএমসি)' শীর্ষক স্বতন্ত্র সেল প্রতিষ্ঠার সিদ্ধান্ত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের এক অধ্যাপকের নেতৃত্বে সেলটি পরিচালিত হবে।

© সমকাল ২০০৫ - ২০২৩

সম্পাদক : আলমগীর হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ

টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com